Tuesday, November 4, 2025

কোটি কোটির লেনদেন! উৎস জানতে জীবনকৃষ্ণকে ফের হেফাজতে চাইতে পারে সিবিআই

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হওয়ার পর আজ, মঙ্গলবার সিবিআই হেফাজত শেষ হচ্ছে মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। এদিন ফের তাঁকে আদালতে পেশ করা হবে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এদিনও আদালতে পেশ করে জীবনকৃষ্ণকে নিজেদের হেফাজতে চাইবে সিবিআই। সূত্রের খবর, ৮ ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেনের উৎস নিয়ে সেভাবে মুখ খোলেননি জীবনকৃষ্ণ। অন্যদিকে, পুকুর থেকে উদ্ধার হওয়া মোবাইলের ডেটা উদ্ধারে ইতিমধ্যেই বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, বড়ঞার বিধায়কের দুটি মোবাইলই চালু করতে সক্ষম হয়েছেন বিশেষজ্ঞরা।

নবম-দশমে নিয়োগ মামলায় জীবনকে গ্রেফতার করে সিবিআই। তাঁর বাড়ি সংলগ্ন আম বাগান থেকে ৬টি ব্যাগে প্রচুর নথি উদ্ধার হয়েছে বলে তদন্তকারীরা দাবি করেছেন। তার মধ্যে নিয়োগ সংক্রান্ত নথিও ছিল বলে জানা যাচ্ছে। গত ১৪ এপ্রিল জীবনকৃষ্ণের আন্দির বাড়িতে সিবিআই আচমকা হানা দেওয়ার প্রায় ৬৬ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর ১৭ এপ্রিল ভোরে জীবনকৃষ্ণকে গ্রেফতার করে সিবিআই।

২০১৬ সালের নবম দশম শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে জীবনকে। কিন্তু তার বাড়ি থেকে যে বিপুল পরিমাণ নথি মিলেছে তা থেকে স্পষ্ট শুধু নবম দশম নয়, প্রাইমারি থেকে একাদশ দ্বাদশ সব ক্ষেত্রেই টাকা তুলেছেন জীবন। এই চাকরির জন্য নির্দিষ্ট ছিল রেট। সূত্রের খবর, একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য মাথা পিছু দর ধার্য ছিল ২০-২২ লক্ষ টাকা। নবম ও দশম শ্রেণির জন্য মাথা পিছু নেওয়া হয়েছে ১৫-১৭ লক্ষ টাকা।

গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে দর ছিল ১০ ও ৮ লক্ষ টাকা। প্রাথমিক শিক্ষক পদে দর ছিল ১০-১২ লক্ষ টাকা। সিবিআইয়ের হাতে ধৃত কৌশিক ঘোষের মতো এজেন্টদের মাধ্যমে প্রার্থী তালিকা পৌঁছত জীবনের হাতে। সিবিআই সূত্রে দাবি, ২০১২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত টাকার বিনিময়ে চাকরি বিক্রিতে জড়িত এই বিধায়ক। আজ ফের তাঁকে আদালতে তোলা হবে।

আরও পড়ুন:বিজেপির রাজ্য দফতরে শুভেন্দুর ঘরে তালা! গায়েব চাবি, গেরুয়া শিবিরের অন্দরে শোরগোল

 

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...