Wednesday, November 12, 2025

বিশ্বভারতীর উচ্ছেদ-হুঁশিয়ারি, এবার আদালতের দ্বারস্থ হলেন অমর্ত্য সেন

Date:

Share post:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচ্ছেদ-হুঁশিয়ারির বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সিউড়ি জেলা আদালতে পাল্টা মামলা দায়ের করেছেন তাঁর নোবেলজয়ীর আইনজীবী। আগামী ১৫ মে সেই মামলার শুনানি। প্রসঙ্গত, শান্তিনিকেতনে অমর্ত্য় সেনের বাড়ি, প্রতীচীর গেটে নোটিশ সাঁটিয়েছে বিশ্বভারতী। ওই নোটিশে বলা হয়েছে, ৬ মে’র মধ্যে অমর্ত্য সেন জমি না ছাড়লে সরাসরি উচ্ছেদ করা হবে। প্রয়োজনে বলপ্রয়োগেরও হুঁশিয়ারি দেওয়া হয়।

বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিযোগ, তাদের ১৩ ডেসিমল জমি অমর্ত্য সেনের বাড়ি প্রতীচীর মধ্যে ঢুকে রয়েছে। এই মর্মে গত ১৪ এপ্রিল নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়িতে নোটিশ ঝোলায় বিশ্বভারতী। এদিকে, নোবেলজয়ীর পাল্টা দাবি, প্রতীচীর জমি তাঁর বাবা লিজ নিয়েছিলেন। উত্তরাধিকার সূত্রে তিনি তা ভোগ করছেন। শুধু তাই নয়, বিশ্বভারতীর সঙ্গে তাঁদের একটি পারিবারিক সম্পর্ক ও নাড়ির টান রয়েছে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সহযোগী, আচার্য ক্ষিতিমোহন সেনের নাতি। তাঁর নাম রেখেছিলেন স্বয়ং কবিগুরু। নোবেলজয়ী অর্থনীতিবিদ সেই অমর্ত্য সেনের বিরুদ্ধেই জমি জবরদখলের অভিযোগ তুলে উচ্ছেদের নোটিশ ঝুলিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ।

এদিকে, অমর্ত্য সেনের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্বের সঙ্গে এমন আচরণে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। ইতিমধ্যেই নিন্দায় সরব হয়েছেব বিদ্বজ্জনেরা। সভা করে নিন্দা প্রস্তাব গ্রহণ করেন বিদ্বজ্জনরা। অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের আচরণের তীব্র নিন্দা করেন তাঁরা।

আরও পড়ুন:মূল স্রোতে ফিরেও রক্ষা হল না! দান্তেওয়াড়ায় শহিদ পুলিশকর্মীর মধ্যে ৫ জনই আগে মা.ওবাদী ছিলেন!


 

spot_img

Related articles

দিল্লিকাণ্ডে অধরা ১০টি প্রশ্নের উত্তর, জবাব দিন স্বরাষ্ট্রমন্ত্রী

লালকেল্লার সামনে আই 20 গাড়ি বিস্ফোরণ দিল্লির বিজেপি শীর্ষ নেতৃত্বের সন্ত্রাস ধ্বংস করার ফাঁপা বেলুন চুপসে দিয়েছে। জবাব...

ভোররাতে নিজের বাড়িতে অজ্ঞান গোবিন্দা! দ্রুত ভর্তি করা হল হাসপাতালে

বুধের সকালে খবরের শিরোনামে বলিউড (Bollywood)। একদিকে যখন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ( Dharmendra) হাসপাতাল থেকে ছাড়া পেলেন তখন...

মুখ্যমন্ত্রীর মুকুটে নয়া পালক, আজ মমতাকে ডি’লিট উপাধি জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রামী জীবন এবং প্রশাসনিক সাফল্যকে কুর্নিশ জানিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানকে ডি’লিট উপাধি দিচ্ছে...

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...