Thursday, November 13, 2025

বড় সিদ্ধান্ত ফেডারেশনের, রাজ‍্য-জেলা লিগে নিষিদ্ধ বিদেশি ফুটবলার

Date:

Share post:

বড় সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। গোটা দেশে রাজ্য, শহর, জেলা লিগ এবং টুর্নামেন্টে বিদেশি ফুটবলার খেলানোর উপর সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগামী ১ জুন থেকে দেশের কোনও স্থানীয় লিগ বা টুর্নামেন্টে বিদেশি খেলানো যাবে না। গত জানুয়ারিতে প্রথম ফেডারেশনকে চিঠি দিয়ে মোহনবাগানের তরফে প্রস্তাব দেওয়া হয় আইএফএ শিল্ড, কলকাতা লিগ-সহ বিভিন্ন স্থানীয় টুর্নামেন্টে বিদেশি খেলানোর উপর নিষেধাজ্ঞা আনার জন্য। যাতে ফরোয়ার্ড এবং সেন্টার ব্যাক পজিশনে ভারতীয় ফুটবলাররা বেশি গেম-টাইম পান। সবুজ-মেরুন ম্যানেজমেন্টের সেই প্রস্তাবেই সিলমোহর দিল এআইএফএফ।

গত ১৪ এপ্রিল ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল যে, আসন্ন ২০২৩-২৪ মরশুম থেকে শহর, জেলা এবং রাজ্য লিগের (পুরুষ ও মহিলা) সমস্ত ডিভিশনে বিদেশি ফুটবলার খেলানো যাবে না। এই মর্মে বুধবার রাতে আইএফএ-সহ দেশের সমস্ত রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থাকে চিঠি পাঠিয়ে দিয়েছে এআইএফএফ। সমস্যায় পড়েছে আইএফএ। তারা ফেডারেশনকে অনুরোধ করেছিল, কলকাতা প্রিমিয়ার ডিভিশনে বিদেশি না-খেলানোর নিয়মে যেন ছাড় দেওয়া হয়। কিন্তু এআইএফএফ তাতে রাজি হয়নি। ফলে সমস্যায় পড়েছে আইএফএ। তবে জাতীয় দলে সাপ্লাই লাইন বাড়াতে ফেডারেশনের উদ্যোগকে স্বাগত জানাচ্ছে সবাই।

এদিকে এআইএফএফ-এর এই সিদ্ধান্ত নিয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘‘কলকাতা লিগের প্রিমিয়ার ছাড়া আর কোনও ডিভিশনে বিদেশি খেলে না। প্রিমিয়ার ‘এ’-তে যদি দলগুলো বিদেশি খেলাতে না পারে, তাহলে অনেক সমস্যাই হবে। ক্লাব, স্পনসরদের সঙ্গে আলোচনার প্রয়োজন। বিদেশিহীন লিগ করলে আর্থিকভাবে তার প্রভাব কতটা পড়বে, লিগ চালানো আদৌ সম্ভব হবে কি না, সব কিছু খতিয়ে দেখেই আমরা ফেডারেশনের সঙ্গে কথা বলব।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...