Thursday, January 15, 2026

বড় সিদ্ধান্ত ফেডারেশনের, রাজ‍্য-জেলা লিগে নিষিদ্ধ বিদেশি ফুটবলার

Date:

Share post:

বড় সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। গোটা দেশে রাজ্য, শহর, জেলা লিগ এবং টুর্নামেন্টে বিদেশি ফুটবলার খেলানোর উপর সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগামী ১ জুন থেকে দেশের কোনও স্থানীয় লিগ বা টুর্নামেন্টে বিদেশি খেলানো যাবে না। গত জানুয়ারিতে প্রথম ফেডারেশনকে চিঠি দিয়ে মোহনবাগানের তরফে প্রস্তাব দেওয়া হয় আইএফএ শিল্ড, কলকাতা লিগ-সহ বিভিন্ন স্থানীয় টুর্নামেন্টে বিদেশি খেলানোর উপর নিষেধাজ্ঞা আনার জন্য। যাতে ফরোয়ার্ড এবং সেন্টার ব্যাক পজিশনে ভারতীয় ফুটবলাররা বেশি গেম-টাইম পান। সবুজ-মেরুন ম্যানেজমেন্টের সেই প্রস্তাবেই সিলমোহর দিল এআইএফএফ।

গত ১৪ এপ্রিল ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল যে, আসন্ন ২০২৩-২৪ মরশুম থেকে শহর, জেলা এবং রাজ্য লিগের (পুরুষ ও মহিলা) সমস্ত ডিভিশনে বিদেশি ফুটবলার খেলানো যাবে না। এই মর্মে বুধবার রাতে আইএফএ-সহ দেশের সমস্ত রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থাকে চিঠি পাঠিয়ে দিয়েছে এআইএফএফ। সমস্যায় পড়েছে আইএফএ। তারা ফেডারেশনকে অনুরোধ করেছিল, কলকাতা প্রিমিয়ার ডিভিশনে বিদেশি না-খেলানোর নিয়মে যেন ছাড় দেওয়া হয়। কিন্তু এআইএফএফ তাতে রাজি হয়নি। ফলে সমস্যায় পড়েছে আইএফএ। তবে জাতীয় দলে সাপ্লাই লাইন বাড়াতে ফেডারেশনের উদ্যোগকে স্বাগত জানাচ্ছে সবাই।

এদিকে এআইএফএফ-এর এই সিদ্ধান্ত নিয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘‘কলকাতা লিগের প্রিমিয়ার ছাড়া আর কোনও ডিভিশনে বিদেশি খেলে না। প্রিমিয়ার ‘এ’-তে যদি দলগুলো বিদেশি খেলাতে না পারে, তাহলে অনেক সমস্যাই হবে। ক্লাব, স্পনসরদের সঙ্গে আলোচনার প্রয়োজন। বিদেশিহীন লিগ করলে আর্থিকভাবে তার প্রভাব কতটা পড়বে, লিগ চালানো আদৌ সম্ভব হবে কি না, সব কিছু খতিয়ে দেখেই আমরা ফেডারেশনের সঙ্গে কথা বলব।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


 

spot_img

Related articles

আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ টন, খরিফে ধান সংগ্রহে গতি রাজ্যের

রাজ্য খাদ্য দফতরের ধান সংগ্রহ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি খরিফ মরসুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...

ইতিহাস গড়ল গঙ্গাসাগর! পুণ্যস্নানে ১ কোটি ৩০ লক্ষ পুণ্যার্থী 

‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’-এর টানেই আধ্যাত্মিকতা, বিশ্বাস ও বিপুল জনসমাগমের এক অনন্য মহামিলনে পরিণত হল গঙ্গাসাগর মেলা...

সুখবর! বেতন বৃদ্ধি হচ্ছে এসএসকে-এমএসকে শিক্ষকদের, বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের

নতুন বছরে সুখবর এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য। পয়লা ফেব্রুয়ারি থেকে তাঁদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে। এই...