Monday, August 25, 2025

পুকুরে মোবাইল ছুঁড়ে ফেলার ঘটনার সত্যতা কতটা? আদালতে তোপে CBI 

Date:

Share post:

ঘটা করে সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছিল বিধায়কের মোবাইল ছুঁড়ে ফেলার ঘটনা। কিন্তু তার মধ্যে সত্যটা কতটা? বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) ঘটনায় বড় প্রশ্নের মুখে সিবিআই। নিয়োগ দুর্নীতির মামলায় ফের আদালতের তোপের মুখে কেন্দ্রীয় তদন্তকারী (Recruitment Scam) সংস্থার তদন্তের গতি প্রকৃতি। বৃহস্পতিবার ফের সিবিআইকে (CBI) ভর্ৎসনা করল আলিপুরের বিশেষ সিবিআই আদালত(Alipore Court)।

এদিন বিচারক বলেন সকলের যেখানে নিয়োগ দুর্নীতির তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে জানতে চাইছে, তখন সিবিআই কতটা কাজের কাজ করছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিন তদন্তের গতি বাড়াতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পরামর্শ দিলেন বিচারক। পাশাপাশি তদন্তকারীদের আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার পরামর্শও দেন তিনি। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত মোট আটজনকে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয়। তাঁদের মধ্যে ছিলেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, সুবীরেশ ভট্টাচার্য, সুব্রত রায়, কৌশিক ঘোষেদের মতো অভিযুক্তরা। এদিন শুনানি চলাকালীন বিধায়কের আইনজীবী আদালতে দাবি করেন, পুকুরে মোবাইল ছুঁড়ে ফেলার ঘটনা পুরোটাই মিথ্যে। পুরোটাই সিবিআইয়ের বানানো গল্প। তিনি দাবি করেন, বিধায়ক কখনই নিজের মোবাইল দুটি পুকুরে ছুঁড়ে ফেলেননি। কারণ তল্লাশি শুরু হতেই সিবিআই বিধায়কের দুটি মোবাইলই সিজ করে নেয়। সেই সঙ্গে মোবাইল ছুড়ে ফেলা ও তার তল্লাশির কোনও ভিডিওগ্রাফিও নেই। পুকুর থেকে সিবিআই যে মোবাইল উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে তাঁরও কোনও নিরপেক্ষ সাক্ষী নেই। ফলে এটা পরিষ্কার, বিধায়ককে ফাঁসানোর জন্য গোটা গল্পটা বানিয়েছিল সিবিআই।

 

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...