Saturday, January 10, 2026

পুকুরে মোবাইল ছুঁড়ে ফেলার ঘটনার সত্যতা কতটা? আদালতে তোপে CBI 

Date:

Share post:

ঘটা করে সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছিল বিধায়কের মোবাইল ছুঁড়ে ফেলার ঘটনা। কিন্তু তার মধ্যে সত্যটা কতটা? বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) ঘটনায় বড় প্রশ্নের মুখে সিবিআই। নিয়োগ দুর্নীতির মামলায় ফের আদালতের তোপের মুখে কেন্দ্রীয় তদন্তকারী (Recruitment Scam) সংস্থার তদন্তের গতি প্রকৃতি। বৃহস্পতিবার ফের সিবিআইকে (CBI) ভর্ৎসনা করল আলিপুরের বিশেষ সিবিআই আদালত(Alipore Court)।

এদিন বিচারক বলেন সকলের যেখানে নিয়োগ দুর্নীতির তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে জানতে চাইছে, তখন সিবিআই কতটা কাজের কাজ করছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিন তদন্তের গতি বাড়াতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পরামর্শ দিলেন বিচারক। পাশাপাশি তদন্তকারীদের আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার পরামর্শও দেন তিনি। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত মোট আটজনকে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয়। তাঁদের মধ্যে ছিলেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, সুবীরেশ ভট্টাচার্য, সুব্রত রায়, কৌশিক ঘোষেদের মতো অভিযুক্তরা। এদিন শুনানি চলাকালীন বিধায়কের আইনজীবী আদালতে দাবি করেন, পুকুরে মোবাইল ছুঁড়ে ফেলার ঘটনা পুরোটাই মিথ্যে। পুরোটাই সিবিআইয়ের বানানো গল্প। তিনি দাবি করেন, বিধায়ক কখনই নিজের মোবাইল দুটি পুকুরে ছুঁড়ে ফেলেননি। কারণ তল্লাশি শুরু হতেই সিবিআই বিধায়কের দুটি মোবাইলই সিজ করে নেয়। সেই সঙ্গে মোবাইল ছুড়ে ফেলা ও তার তল্লাশির কোনও ভিডিওগ্রাফিও নেই। পুকুর থেকে সিবিআই যে মোবাইল উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে তাঁরও কোনও নিরপেক্ষ সাক্ষী নেই। ফলে এটা পরিষ্কার, বিধায়ককে ফাঁসানোর জন্য গোটা গল্পটা বানিয়েছিল সিবিআই।

 

 

spot_img

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১০ জানুয়ারি (শনিবার), ২০২৬ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

App-এর ভুলে ১কোটি ৩৬ লক্ষের নাম ‘বাদ’! অভিযোগে AERO পদে অব্যহতির আবেদন

যে পদ্ধতিতে ১ কোটি ৩৬ লক্ষ বাংলার মানুষকে লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আনা হয়েছে সেই পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলে...

গেরুয়া ফতেয়া, রামমন্দিরের ১৫ কিলোমিটারের মধ্যে আমিষ ডেলিভারি নিষিদ্ধ বিজেপি সরকারের

আমজনতার খাদ্যাভ্যাসে গেরুয়া কোপ, এবার অযোধ্যার রামমন্দির (Ram Mandir) এলাকার চারপাশে শুধু আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করাই...

শীতের রাতে রাস্তায় ক্রীড়াবিদরা, যোগী রাজ্যে বক্সিং চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত অব্যবস্থা

নজিরবিহীন অব্যবস্থা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে ( National Boxing Championships)। যোগী রাজ্য উত্তরপ্রদেশের(UP) গ্রেটার নয়ডার (Greater Noida) গৌতম বুদ্ধ...