Friday, May 9, 2025

জনজোয়ারে ভেসে কঙ্কালিতলায় মায়ের মন্দিরে পুজো দিলেন অভিষেক

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে রাজ্যজুড়ে জনসংযোগে বেরিয়েছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। বৃহস্পতিবার ১৭ তম দিনে পড়ল এই কর্মসূচি। উত্তর থেকে দক্ষিণ যেখানেই যাচ্ছেন সেখানেই তৈরি হচ্ছে জনজোয়ার। বর্তমানে বীরভূমে(Birbhum) পালিত হচ্ছে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। বৃহস্পতিবার বিকেলে সেখানে কঙ্কালিতলায় মায়ের মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ যখন মন্দিরে ঢুকছেন তখন মন্দির চত্বর তো বটেই তার আশপাশের এলাকাতেও তিল ধারণের জায়গা নেই। গোটা মন্দির ঘিরে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ। আট থেকে আশির সেই ভিড়ে সব সম্প্রদায়ের মানুষ হাজির। এদিন তিনি রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো দিলেন এখানে।

এদিন অভিষেক মন্দিরে আসার অনেক আগে থেকেই পুরো ব্যবস্থাপনার তদারকি করছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ( রানা) এবং নানুরের দাপুটে নেতা কাজল শেখ। আর ছিলেন ঐ অঞ্চলের বুথ সভাপতি অভিজিৎ চট্টোপাধ্যায়। তৈরি ছিলেন মূল পুরোহিত ও পালাদার মহাদেব চৌধুরী আর সোমনাথ মিশ্র। এই দুজনে মিলে প্রায় পঁচিশ মিনিট ধরে পুজো করান অভিষেককে। পুজোর পরে মন্দিরের পুণ্য পুকুরের জল মাথায় ভক্তিভরে মাথায় নেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর মন্দির চত্বরে অপেক্ষারত সকলের সঙ্গে কথা বলেন। শুভেচ্ছা বিনিময় করেন। কাপাসটিকূরির রামকৃষ্ণ সারদা মিশন ট্রাস্টের পক্ষ থেকে বিমলা মা ও বাচ্চারা অভিষেকের হাতে কঙ্কালি মায়ের ছবি ও অন্যান্য উপহার তুলে দেন। মিশনের পক্ষ থেকে তাদের জন্য প্রয়োজনীয় একটি ফাইল তুলে দেওয়া হয় অভিষেকের হাতে।

এরপর অভিষেক রওনা হয়ে যান লাভপুরের সভার উদ্দেশ্যে। তার আগে অবশ্য ইলামবাজারে রোড শো করেন। রামনগরে আদিবাসী ও তফশিলি জাতির লোকেদের সঙ্গে কথা বলেন। এরপর বোলপুরের জামবনি মোড়ে রবী ঠাকুরের মূর্তিতে মালা দেন। এদিন লাভপুরের সভায় অভিষেক বন্দোপাধ্যায়ের হাতে লাউ দিয়ে বানানো একতারা – সপ্তম শ্রেণীর একটি মেয়ের হাতে আঁকা তাঁরই একটি অপূর্ব ছবি। তিনদিনের সফরে অন্তরের ভালোবাসা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বীরভূমবাসী বুঝিয়ে দিলেন তারা তৃণমূল কংগ্রেসের পাশে ছিলেন – আছেন – থাকবেন।

 

spot_img

Related articles

সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন সৌরভ গঙ্গোপাধ্যায়ের

সেনাবাহিনীর সাফল্যে ধন্যবাদ জ্ঞাপন সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly)। পহেলগামে(Pahalgam) জঙ্গীদের নৃশংস ঘটনা। ২৬ জন পর্যটককে নির্মম ভাবে হত্যা করেছিল...

জরুরি বৈঠকে শাহ, সেনা শীর্ষকর্তাদের থেকে পরিস্থিতি জানলেন রাজনাথ

অপারেশন সিন্দুর (Operation Sindoor) চালানোর পর থেকেই ভারতের উপর নিয়ন্ত্রণ রেখা বরাবর এমনকি নিয়ন্ত্রণ রেখা পার করে হামলা...

পাক মদতে ফের জঙ্গি অনুপ্রবেশ! সেনার হাতে নিকেশ ৭

ফের একবার প্রমাণিত পাকিস্তানে জঙ্গিদের আশ্রয় দেওয়ার তত্ত্ব। ফের একবার পাকিস্তান থেকে সীমান্ত পার হয়ে ভারতে অনুপ্রবেশের পথেই...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

৯ মে শুক্রবার ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৬৯৫ ₹ ৯৬৯৫০ ₹খুচরো পাকা সোনা ৯৭৪০ ₹ ৯৭৪০০...