Thursday, August 21, 2025

কংগ্রেস ছাড়ছেন পাইলট! পিকের সঙ্গী হয়ে নতুন দল গড়ার সম্ভাবনা

Date:

Share post:

মরু রাজ্যে হাত শিবিরের দীর্ঘদিনের গোষ্ঠী কোন্দল এবার চরম পরিণতিতে। যুযুধান দু’পক্ষের শীর্ষনেতা মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও বিক্ষুব্ধ নেতা শচীন পাইলটকে (Sachin Pilot) মুখোমুখি বসিয়েও বের হয়নি কোনও রফাসূত্র। এই অবস্থায় কংগ্রেস ছাড়তে চলেছেন শচীন পাইলট। শুধু তাই নয়, ভোট কুশলী প্রশান্ত কিশোরের(Prashant Kishore) হাত ধরে রাজস্থানে(Rajsthan) গড়তে চলেছেন নয়া রাজনৈতিক দল।

সূত্রের খবর, ইতিমধ্যেই ভোটকুশলী প্রশান্ত কিশোরের (পিকে) ‘আই প্যাক’-এর সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছেন শচীন পাইলট। একাধিকবার পিকের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আসন্ন নির্বাচনকে মাথায় রেখে ভোট কৌশল এবং দলের নাম শীঘ্রই প্রকাশ্যে আসবে বলে জানা যাচ্ছে। আসলে শচীন পাইলটের সঙ্গে প্রশান্ত কিশোরের বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয় জল্পনা। একাধিকবার দুজনের মধ্যে বৈঠক হয়েছে বলে জানান আইপ্যাক এর এক শীর্ষকর্তা। পাইলট যে দল ছাড়তে চলেছেন তা অনুমান করে অশোক গেহলট ও শচীন পাইলটকে মুখোমুখি বসিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে। যদিও তাতে কোন সমাধান হয়নি। এই পরিস্থিতিতে শচীন কংগ্রেস ভেঙে নতুন দল গড়লে মরু রাজ্যে হাত-শিবিরের ভোট বাক্সে যে তার বড়সড় প্রভাব পড়তে চলেছে তা বেশ বুঝতে পারছেন শীর্ষ কংগ্রেস নেতৃত্ব।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই গেহলট ও পাইলট শিবিরের গোষ্ঠীকোন্দলে জর্জরিত রাজস্থান কংগ্রেস। দ্বন্দ্ব মেটাতে বারবারই হস্তক্ষেপ করতে হয়েছে সোনিয়া ও রাহুল গান্ধীদের। গত মাসের শেষে দুই মেরুতে থাকা দলের দুই নেতাকে দিল্লিতে ডেকে পাঠিয়ে বৈঠক করেন খাড়গে ও রাহুল। বৈঠক শেষে ঐক্যের বার্তাও দেওয়া হয় দলের তরফে। তবে মধ্যপ্রদেশের ক্ষেত্রে রাহুল নিজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য পেশ করলেও রাজস্থানের ক্ষেত্রে তা হয়নি। কর্নাটকের মতো মরুরাজ্যেও বিবদমান দুই নেতা ঐক্যবদ্ধ হয়ে বিজেপি বিরোধী লড়াইয়ে সম্মত হয়েছেন বলে জানান সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। কিন্তু বৈঠকের পরদিনই রাজ্যে ফিরে গেহলট ও পাইলট একে অপরের বিরুদ্ধে মুখ খোলেন। তাতেই কংগ্রেসের শীর্ষনেতৃত্বের দাবিকে ঘিরে সংশয় তৈরি হয় রাজনৈতিক পর্যবেক্ষকদের।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...