আইসিসিকে একদিনের বিশ্বকাপের খসড়া সূচি পাঠাল বিসিসিআই, ইডেনে একটি ম‍্যাচ : সূত্র

সূত্রের খবর, বিশ্বকাপে অংশ নেওয়া সব দেশের কাছে নাকি ইতিমধ্যেই খসড়া সূচি পাঠিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

চলতি বছরই ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপ। তবে এখনও একদিনের বিশ্বকাপের সূচি ঘোষণা করেনি আইসিসি। তবে সূত্রের খবর, বিশ্বকাপে অংশ নেওয়া সব দেশের কাছে নাকি ইতিমধ্যেই খসড়া সূচি পাঠিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনকি আইসিসির কাছেও খসড়া সূচি পাঠিয়েছে বিসিসিআই, এদিন এমনটাই জানাল এক সর্বভারতীয় ক্রীড়া ওয়েবসাইট। আর সূত্রের খবর, সেই সূচিতে সবুজ সঙ্কেত মিললেই ঘোষণা করা হবে বিশ্বকাপের সূচি। আর জানা যাচ্ছে, সেই মত একদিনের বিশ্বকাপে কলকাতা পেতে চলেছে একটি বিশ্বকাপে ভারতের একটি ম‍্যাচ।

জানা যাচ্ছে, একদিনের বিশ্বকাপে ইডেনে ভারতের কেবল একটিই ম্যাচ পড়বে। আগামী ৫ নভেম্বর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ ভারত খেলবে ক্রিকেটের নন্দনকাননে। খসড়া সূচি অনুযায়ী, আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। একদিনের বিশ্বকাপে ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ৮ অক্টোবর। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেই ম‍্যাচ হবে চেন্নাইতে। ভারত বনাম পাকিস্তান ম্যাচটি হতে চলেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে, যা হবে আগামী ১৫ অক্টোবর। তবে কয়েক দিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, আহমেদাবাদে খেলতে রাজি নয় তারা। পিসিবি জানিয়েছে, আহমেদাবাদ ছাড়া অন্য যে কোনও মাঠে খেলতে তাঁরা তৈরি।

এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের খসড়া সূচিতে ভারতের ম্যাচ কবে আর কোথায়

৮ অক্টোবর-ভারত বনাম অস্ট্রেলিয়া-চেন্নাই।
১১ অক্টোবর-ভারত বনাম আফগানিস্তান-দিল্লি।
১৫ অক্টোবর-ভারত বনাম পাকিস্তান-আহমেদাবাদ।
১৯ অক্টোবর-ভারত বনাম বাংলাদেশ-পুনে।
২২ অক্টোবর-ভারত বনাম নিউজিল্যান্ড-ধর্মশালা।
২৯ অক্টোবর-ভারত বনাম ইংল্যান্ড-লখনৌ।
২ নভেম্বর-ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল-মুম্বই।
৫ নভেম্বর-ভারত বনাম দক্ষিণ আফ্রিকা-কলকাতা।
১১ নভেম্বর-ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল-বেঙ্গালুরু।

আরও পড়ুন:দলবদলের মরশুমে বড় ঘোষণা ইস্টবেঙ্গলের, লাল-হলুদে বোরজা