Monday, August 25, 2025

প্রাণ ফেরার আশায় বাংলাদেশে টানা সাতদিন মৃ*তদেহ আগলে পরিবার!

Date:

Share post:

এপার বাংলার রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার ওপার বাংলায়।শুধুমাত্র মৃতের দেহে প্রাণ ফিরে আসবে এই আশা নিয়ে টানা সাতদিন দেহ আগলে রাখল পরিবার।মৃতদেহ পচে গিয়ে দুর্গন্ধ বের হতে থাকে। অতিষ্ঠ হয়ে প্রতিবেশিরা পুলিশের দ্বারস্থ হন।

ঢাকার কাছে নরসিংদীর মনোহরদী পুরসভায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই বাড়িটি থেকে কয়েক দিন ধরেই দুর্গন্ধ ভেসে আসছিল।ওই বাড়ির সদস্যরাও দরজা-জানালা বন্ধ রেখে অদ্ভূত আচরণ করছিলেন। তাই বাধ্য হয়ে তাঁরা জনপ্রতিনিধি ও পুলিশে খবর দেন। এরপর ওই বাড়ির গেটের তালা ও ঘরের দরজা ভেঙে এক মহিলার পচে-গলে বিকৃত হয়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করে। রবিবার মাঝরাত দেহ উদ্ধার করা হয়।

মৃত মহিলার নাম শামীমা সুলতানা ওরফে নাজমা (৫৫)। তিনি মনোহরদী পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোক্তারউদ্দিন তালুকদারের (৬৮) স্ত্রী। ওই মহিলার দেহ আগলে বসেছিলেন তাঁর স্বামী, চার মেয়ে ও তিন নাতি। তাঁদের থানায় নিয়ে গিয়েছে পুলিশ। স্থানীয়দের দাবি, ওই পরিবারের নাকি বিশ্বাস, মৃত মহিলা দেহে ফের প্রাণ সঞ্চার হবে।

মনোহরদী থানা সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে সোমবার ভোরে মারা যান শামীমা সুলতানা। এরপর থেকে মৃতদেহটি একটি তোশকে পেঁচিয়ে খাটের নিচে রেখে ঘরটিতে বাস করছিলেন পরিবারের সদস্যরা। এরমধ্যে দেহ পচে-গলে বিকৃত হয়ে গিয়েছে ও পোকা ধরেছে। এতেও ভ্রূক্ষেপ  ছিল না তাঁদের।মৃতদেহটিতে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি।ময়নাতদন্তের জন্য দেহটি মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের জুনে এপার বাংলায় প্রকাশ্যে আসে রবিনসন স্ট্রিট কাণ্ড। পড়শিদের অভিযোগ পেয়ে একটি বাড়িতে গিয়ে পুলিশ দেখতে পায় যে দিদির কঙ্কালের সঙ্গে ভাবলেশহীনভাবে বাস করছিলেন পার্থ দে নামের এক ব্যক্তি। ঘটনায় সাড়া পড়ে গিয়েছিল শহর জুড়ে।

 

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...