Monday, November 10, 2025

‘বোন’ মমতাকে আম উপহার হাসিনার, পরিমাণ জানলে চমকে যাবেন!

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

তাঁদের সম্পর্ক (Relation) বরাবরই মধুর। একে অপরকে নিজের বোন বলে সম্বোধন করেন। দুজনের সুসম্পর্কের কথা কারোরই অজানা নয়। প্রতিবছরের মতো চলতি বছরেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আম (Mangoes) উপহার দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Seikh Hasina)। তবে কয়েক কেজি নয়, ১২০০ কেজি আম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে উপহার দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রতিবছরই এই নির্দিষ্ট সময়ে মমতাকে আম সহ বিভিন্ন উপহার দেন হাসিনা। সেই রীতি এখনও বজায় রয়েছে। সোমবার রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙ্গা আম মমতাকে উপহার দিলেন হাসিনা। এই উপহার দু’দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্য বাড়াবে বলেই মত রাজনৈতিক মহলের।

জানা গিয়েছে, সোমবার দুপুর ১২টা নাগাদ বেনাপোল বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বন্দরে উপহার হিসাবে আম পাঠানো হয়। এদিন বাংলাদেশ উপ-হাইকমিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মকর্তা কাউসার সারোয়ার আমের বক্সগুলো হস্তান্তর করেন। এর আগে সকাল ১০টা নাগাদ সড়ক পথে বেনাপোল স্থলবন্দরে উপহারের আম পৌঁছায়। বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বেনাপোল বন্দর দিয়ে উপহারের আম পাঠানো হলো কলকাতায়।

বাংলাদেশ উপ-হাই কমিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মকর্তা কাউসার সারোয়ার বলেন, এই আম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা। এই আম বিনিময়ের মাধ্যমে দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। এর আগে গত বছরও মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও এক ট্রাক রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী হাসিনা।

 

 

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...