Saturday, August 23, 2025

আজ ইন্টারকন্টিনেন্টাল কাপে ভারতের সামনে লেবানন

Date:

Share post:

মঙ্গোলিয়া ও ভানুয়াতুকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। বৃহস্পতিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে লিগ পর্বের শেষ ম্যাচে নামছে সুনীল ছেত্রীরা। প্রতিপক্ষ লেবানন। প্রতিযোগিতার সব থেকে ভাল দল তারা। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৯৯তম স্থানে রয়েছে লেবানন। ভারতের বর্তমান র‍্যাঙ্কিং ১০১। লেবাননকে হারাতে পারলে র‍্যাঙ্কিংয়ে প্রথম একশোয় চলে আসবে ইগর স্টিমাচের ভারত। বড় কোনও অঘটন না ঘটলে ফাইনালে এই দুই দলই মুখোমুখি হবে। তাই বৃহস্পতিবারের ম্যাচ ফাইনালেরই ড্রেস রিহার্সাল।

স্টিমাচের দলেরও আসল পরীক্ষা এই ম্যাচে।
চলতি টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচ জিতলেও দলের গোল নষ্টের বহরে খুশি নন স্টিমাচ। লেবাননের বিরুদ্ধে কঠিন ম্যাচ খেলতে নামার আগে সুনীলদের কোচ বলেন, “আগের ম্যাচে লেবানন খুব একটা ভাল খেলতে পারেনি। বিকেল চারটের গরমে খেলতে হয়েছে ওদের। ওদের কাছে পরিস্থিতি খুব কঠিন ছিল। কিন্তু আমাদের জন্য এই ম্যাচটা কঠিন হবে। ওদের বেশ কয়েকজন উঁচু মানের ফুটবলার রয়েছে। তবে ওদেরও দুর্বলতা রয়েছে। আমরা সেটা দেখেওছি। একটা ভাল ম্যাচের অপেক্ষায় রয়েছি।”

স্টিমাচ আরও বলেন, “ম্যাচে শুরুতেই গোল তুলে নিয়ে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে হবে। না হলে যত সময় গড়াবে পরিস্থিতি কঠিন হবে। আমরা লেবানন-মঙ্গোলিয়া ম্যাচে দেখেছি কী হয়েছে।”

ভানুয়াতুর বিরুদ্ধে দেশের হয়ে ৫০তম ম্যাচ খেলা সন্দেশ ঝিঙ্গান এই ম‍্যাচ নিয়ে বলেন, “লেবানন এশিয়ান কাপ খেলবে। তাই একটা ধারণা পাওয়া যাবে এই ম্যাচ থেকে।”

আরও পড়ুন:ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট দিল্লি পুলিশের, শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অভিযোগ


 

 

spot_img

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...