Saturday, May 3, 2025

চিনকে রুখতে ভারতকে ব্যবহার করছে আমেরিকা, সরব বেজিং

Date:

Share post:

চিনকে(China) আটকাতে ভারতকে(India) ব্যবহার করতে চাইছে আমেরিকা। তবে এই পরিকল্পনা সফল হবে না। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির(Narendra Modi) মার্কিন সফরের আগে এমনটাই মন্তব্য করলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Wang Yi)।

মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে বুধবার ওয়াশিংটনে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত মার্কিন এই দ্বিপাক্ষিক সম্পর্ককে একহাত নিয়ে চিনের বিদেশনন্ত্রী বলেন, “২০১৪ সালের পর থেকে ছয়বার আমেরিকায় গিয়েছেন মোদি। এই প্রথমবার মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে যাচ্ছেন তিনি। আসলে চিনকে আটকানোর জন্য ভারতের সঙ্গে সম্পর্ক বাড়াতে উঠে পড়ে লেগেছে আমেরিকা। চিনের আর্থিক বৃদ্ধি আটকাতে এটাই আমেরিকার নয়া চাল। তবে মোদির এই আমেরিকা সফরে ভারতের অনেকেই চিন্তিত। কারণ তাঁরা বুঝেছেন, শুধুমাত্র চিনকে ঠেকানোর জন্যই ভারতকে দাবার সৈনিকের মতো ব্যবহার করছে আমেরিকা।” তিনি আরো বলেন, “মার্কিন রাজনীতির চাল বোঝা খুব একটা কঠিন নয়। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে আমেরিকা ভাবছে, চিনের আর্থিক বৃদ্ধি ঠেকানো যাবে। তবে এই মার্কিন কৌশল একেবারে মুখ থুবড়ে পড়বে। কারণ বিশ্ব বাণিজ্যে খুব গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে চিন। সেই জায়গা থেকে চিনকে সরিয়ে দেওয়া ভার‍ত বা অন্য কোনও দেশের পক্ষে সম্ভব নয়।”

সাম্প্রতিক সময়ে চিনের সঙ্গে কার্যত আদায় কাঁচকলা সম্পর্ক আমেরিকার। এরই মাঝে আমেরিকার আকাশের চিনা গুপ্তচর বেলুন প্রকাশ্যে আসার পর তা আরো গুরুতর আকার ধারণ করেছে। অবশ্য সংঘাত কাটাতে‌ মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন চিন সফর করেছেন তাতে অবশ্য লাভ কিছু হয়নি। এই পরিস্থিতির মাঝেই প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে তাঁর বাসভবনে নৈশভোজে যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। তাতেই উদ্বেগ বাড়ছে চিনের।

spot_img

Related articles

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...