Saturday, January 10, 2026

পুরুলিয়ার দুটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় কুড়মি সমর্থিত নির্দল প্রার্থীদের

Date:

Share post:

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরুলিয়ায় (Purulia) জয় পেল কুড়মি (Kurmi) সমর্থিত দুই নির্দল প্রার্থী। পুরুলিয়া দু’নম্বর ব্লকের আগয়া-নড়রা গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ডুমুরডি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন কুড়মি সমর্থিত নির্দল প্রার্থী রঘুনাথ মাহাতো। একইভাবে বান্দোয়ান ব্লকের ওই গ্রাম পঞ্চায়েতের গঙ্গামান্না দু’নম্বর সংসদ থেকে কুড়মি সমর্থিত নির্দল প্রার্থী শিবানী রাজওয়ার জয়লাভ করেন। এই দুটি আসনেই একাধিক প্রার্থী থাকলেও মঙ্গলবার মনোনয়ন (Nomination) প্রত্যাহারের শেষ দিন তারা তা প্রত্যাহার করে নেন। তারপরই জয় আসে কুড়মি সমর্থিত নির্দলদের।

আদিবাসী কুড়মি সমাজের প্রধান নেতা অজিতপ্রসাদ মাহাতো বলেন, ওই দুটি এলাকায় স্থানীয় মানুষজন কুড়মি নেগাচারি মেনে তারাই প্রার্থী ঠিক করেন। সেখানে একাধিক প্রার্থী থাকলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। ফলে ওই দুটি আসনে কুড়মি সমর্থিত নির্দল প্রার্থী জয়লাভ করল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুড়মি সমর্থিত নির্দল প্রার্থী জয়লাভ করার বিষয়টিকে আমরা আন্দোলনের সাফল্য হিসাবে দেখছি। পুরুলিয়া দু’নম্বর ব্লকের আগয়া-নড়রা গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ডুমুরডি আসনে মোট তিনজন নির্দল প্রার্থী ছিলেন। জয়ী রঘুনাথ মাহাতো ছাড়া আরও দুই প্রার্থী বিশ্বজিৎ মাহাতো ও বিপ্লবকুমার মাহাতো মনোনয়ন প্রত্যাহার করা নেন।

অন্যদিকে বান্দোয়ান ব্লকের বান্দোয়ান গ্রাম পঞ্চায়েতের গঙ্গামান্না দু’নম্বর সংসদে দু’জন নির্দল প্রার্থী মনোনয়ন করেন। তাঁরা হলেন শিবানী রাজওয়াড় ও রেখা কালিন্দী। রেখা কালিন্দী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় কুড়মি সমর্থিত নির্দল শিবানী রাজওয়াড় এদিন জয়লাভ করেন। পুরুলিয়া জেলা পরিষদে বিজেপির ছটি আসনে যে ছটি গোঁজ প্রার্থী ছিল তা প্রত্যাহার করে নেয়।

পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি তথা পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির বিদায়ী কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া বলেন, জেলা পরিষদের তিনটি আসনে গোঁজ প্রার্থী রয়ে গিয়েছে। এদের বিরুদ্ধে দল কড়া পদক্ষেপ নেবে।

 

 

 

spot_img

Related articles

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...