ডাঃ প্রজ্ঞাদীপা হালদারের (prajnadeepa haldar) মৃত্যুতে রহস্য ক্রমশ ঘণীভূত হচ্ছে। তাঁর লিভ-ইন পার্টনার সেনা চিকিৎসক কৌশিক সর্বাধিকারীকে (Kaushik Sarbadhikari) গ্রেফতারের পরে নজরে তাঁর চার বাংলাদেশী বন্ধু। কেন বাংলাদেশের নাগরিকদের সঙ্গে কৌশিকের ঘনিষ্ঠ সম্পর্ক সেটা খতিয়ে দেখা হচ্ছে।

ওই চার বাংলাদেশী ভারতে এসে কেন্দ্রীয় সরকারি গেস্ট হাউসে (Guest House) উঠেছিলেন। কিন্তু কৌশিকের সঙ্গে তাঁদের যোগাযোগ হল কী করে? জেরায় কৌশিক জানিয়েছেন, ঘটনার সন্ধেয় তিনি চার বাংলাদেশী বন্ধুকে ব্যারাকপুরের বিভিন্ন দ্রষ্টব্য স্থান ঘোরাতে নিয়ে গিয়েছিলেন। তাঁরা কৌশিকের বাড়িতেও যান। সেখানে মদ্যপানের আসর বসে। কৌশিকের বয়ানের সঙ্গে তথ্য় প্রমাণ মিলিয়ে দেখা হচ্ছে। শুধুই কি ঘুরতেই নিয়ে গিয়েছিলেন কৌশিক? নাকি কোনও ঘটনা লুকোতেই এই চক্রান্ত!

পুলিশ সূত্রে খবর, ব্যারাকপুর সেনা ক্যান্টনমেন্টের ইতিহাস নিয়ে বই লিখছিলেন প্রজ্ঞাদীপা। মঙ্গল পাণ্ডে থেকে সিপাহী বিদ্রোহ- ইতিহাসের দলিল ওই বইতে লিপিবদ্ধ থাকার কথা। এই কাজে সাহায্য করছিলেন কৌশিক। এর সঙ্গে ওই চার বাংলাদেশী নাগরিক কোনওভাবে জড়িত কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। উত্তর জানতে লাগাতার কৌশিককে জেরা করা হচ্ছে।