Wednesday, November 12, 2025

যতীন পরাঞ্জপেকে মনে আছে? তিনি এখন কয়েকশো কোটি টাকার সফল ব্যবসায়ী

Date:

Share post:

যতীন পরাঞ্জপেকে মনে আছে? তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার ছিল ক্ষণস্থায়ী। এখন তাঁর পরিচয় ক্রিকেটার নয়, একজন সফল ব্যবসায়ী। রীতিমতো স্টাইলিশ ক্রিকেটার ছিলেন পরাঞ্জপে।  সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো দুর্দান্ত ব্যাটিং করতেন। কিন্তু তাঁর আন্তর্জাতিক কেরিয়ার অত্যন্ত স্বল্পস্থায়ী ছিল। মাত্র ৪টি একদিনের ম্যাচের পর তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি ক্রিকেটের মূলস্রোতে।আসলে পরাঞ্জপে ততদিনে একজন উদ্যোক্তা হিসেবে রীতিমতো সফল। দ্বিতীয় ইনিংস ছেড়ে ক্রিকেটে মন দেওয়া কঠিন ছিল।

১৯৭২ সালে জন্ম পরাঞ্জপের।মাস্টার ব্লাস্টার তেন্ডুলকরের মতো একই সার্কিটে খেলে বড় হয়েছেন।জানলে অবাক হবেন, তিনি সচিনকে হারিয়ে বোম্বে ক্রিকেট অ্যাসোসিয়েশনের ১৯৮৬-৮৭ সালের ‘জুনিয়র ক্রিকেটার অফ দ্য ইয়ার’ পুরস্কার জিতেছিলেন। যতীনের রঞ্জি ট্রফি কেরিয়ার শুরু হয়েছিল ১৯৯১-৯২ মরসুমে।১৯৯৮ সালে তার ভারতের হয়ে অভিষেক হয়।কানাডার টরেন্টোতে সাহারা কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ২৩ রানের অপরাজিত ইনিংস আজও মনে রেখেছেন ক্রিকেটপ্রেমীরা।

কিন্তু দুর্ভাগ্য তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। গোড়ালিতে মারাত্মক চোট পান এই প্রতিভাবান ক্রিকেটার।এই চোট পাওয়ার পর আর কখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। মিডল অর্ডার ব্যাটারটি তার প্রথম ব্যবসা শুরু করেন স্পোর্টস ওয়ান ইন্ডিয়ার সঙ্গে। কয়েক বছরের মধ্যেই  একজন ক্রিকেটার থেকে একজন পাকাপোক্ত ব্যবসায়ীতে পরিণত হযন।যখন নাইকি তাকে ইউরোপে পাঠায় ব্যবসায়িক প্রশিক্ষণের জন্য, সেই সুযোগ তিনি পুরোপুরি কাজে লাগান।এই সময় তার জীবন বদলে যেতে থাকে। পরাঞ্জপে ২০১৭ সালে তার বহু কোটি টাকার ব্যবসা ‘খেলমোর’ প্রতিষ্ঠা করেন।

প্রাক্তন ক্রিকেটারের মুম্বাই-ভিত্তিক স্টার্টআপে ড্রিম-১১ এবং অশ্বিন দামেরার মতো বিনিয়োগকারী রয়েছেন। পরাঞ্জপে বিয়ে করেছেন বলিউড তারকা সোনালি বেন্দ্রের বোন গান্ধালিকে। তিনি যতীনের কোম্পানির সঙ্গেও ওতোপ্রতোভাবে জড়িত।এই কোম্পা্নিতে তিনি একজন ক্রীড়া প্রশিক্ষক এবং একাডেমি এগ্রিগেটর হিসাবে যুক্ত। একজন ক্রিকেটার ছাড়াও যতীন বিসিসিআই নির্বাচক হিসেবেও কাজ করেছেন।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...