Thursday, December 18, 2025

৩ মাস অন্তর পঞ্চায়েতের পর্যালোচনা, কাজ না করলে শাস্তির নিদান অভিষেকের

Date:

Share post:

৮ জুলাই রাজিয়ে পঞ্চায়েত নির্বাচন(Panchayet Election)। তবে ভোটের আগেই দুর্নীতি মুক্ত পঞ্চায়েতের লক্ষ্যে তৃণমূলের(TMC) আগাম পরিকল্পনা জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। শনিবার আলিপুরদুয়ারের ফালাকাটার জন্সভা থেকে অভিষেক জানালেন, নির্বাচনের পর ৩ মাস অন্তর পঞ্চায়েতের পর্যালোচনা করব আমি। ভালো কাজ করলে কাজের মেয়াদ বাড়ানো হবে। আর কোনওরকম অনিয়ম চোখে পড়লে শাস্তির ব্যবস্থাও করা হবে। একইসঙ্গে জানালেন, নির্দল হয়ে যাঁরা লড়ছেন এখনও, তাঁদের কিন্তু তৃণমূলে কোনও জায়গা নেই।

ফালাকাটার জনসভা থেকে হবু পঞ্চায়েত প্রধানদের উদ্দেশ্যে বার্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোটে জিতে কোনও প্রধান যদি মানুষের কাজ না করেন, তাহলে তাঁকে বাদ দেওয়ার সমস্ত দায় দায়িত্ব আমার। আর ভাল কাজ করলে তাঁর মেয়াদ বাড়ানো হবে। মনে রাখবেন, আমি নিজে ৬৪টা গ্রাম পঞ্চায়েতের (Gram Panchayat) পর্যালোচনা করব তিন মাস পরপর। আবার আলিপুরদুয়ারে আসব ২ মাস পর।” এছাড়াও টিকিট না পেয়ে বিক্ষুব্ধ নির্দলদের উদ্দেশ্যে আর একবার তিনি জানিয়ে দেন, “নির্দল হয়ে যাঁরা লড়ছেন এখনও, তাঁদের কিন্তু তৃণমূলে কোনও জায়গা নেই।”

নবজোয়ার কর্মসূচির মাঝে তাঁকে সিবিআই তলব নিয়ে এদিন অভিষেক সুর চড়ান। বলেন, “কীভাবে আমাদের প্রচারে বাধা দেওয়া যায়, তার জন্য কতভাবে চেষ্টা করেছে। গত কয়েক বছরে সিবিআই ডাকছে, ইডি ডাকছে। আমি সাধ্যমতো সহযোগিতা করেছি। কিন্তু এটা তো হেনস্থা।” এদিন আলিপুরদুয়ারের পর রবিবার সম্ভবত মালদহে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

বাংলা সব ধর্মকে সম্মান করে: ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন মঞ্চে বার্তা মুখ্যমন্ত্রীর, দিলেন ভালো থাকার টিপস্

বাংলা সব ধর্মকে সম্মান করে। তবু কেউ কেউ রাজ্যকে বদনাম করার চেষ্টা করেন। বৃহস্পতিবার কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন...

২০১৬-র SSC-র গ্রুপ সি-ডির যোগ্য তালিকা প্রকাশে হাই কোর্টের রায় কেপ্ট ইন অ্যাবায়েন্সের নির্দেশ সুপ্রিম কোর্টের

স্কুল সার্ভিস কমিশন(এসএসসি)-র ২০১৬ নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডি-র যোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করার জন্য যে...

দলে একঝাঁক তারকা, আসন্ন আইপিএলে নাইটদের নেতা বদল!

মিনি নিলামে(IPL Mini Auction) খাতায় কলমে শক্তিশালী দল গঠন করেছে কেকেআর(KKR)। অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিংরা ছিলেন সঙ্গে ক্যামেরন...

মনরেগার পরিবর্তে ‘জিরামজি’ বিল পাশ লোকসভায়! উত্তাল লোকসভা

বিরোধীদের প্রবল আপত্তি ও বিক্ষোভ সত্ত্বেও লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে MGNREGA-র নাম বদল বিল লোকসভায় পাশ করাল মোদি সরকার।...