শাসকদলের সমালোচনার মুখে এবার আক্রান্ত তৃণমূল কর্মী ও তাঁদের পরিবারের খোঁজখবর নিলেন রাজপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। রবিবার সকালে গীতালদহে আক্রান্ত তৃণমূল (TMC) কর্মীকে দেখার পর রাতে ট্রেনে কলকাতায় ফেরার পথে বাসন্তীর নিহত যুব তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গেও ফোনে কথা বলেন আনন্দ বোস। বারবার পঞ্চায়েত ভোট নিয়ে বিরোধীদের পাশে দাঁড়িয়ে মন্তব্য করার জন্য তৃণমূল শীর্ষ নেতৃত্ব নিশানা করেছেন রাজ্যপাল। এদিকে পঞ্চায়েত ভোটের অবহে বিরোধীরা ক্রমাগত তৃণমূল কর্মীদের উপর হামলা চালাচ্ছে- সেই নিয়ে রাজ্যপাল নীরব! এনিয়ে প্রশ্ন তুলেছে শাসকদল। এই সমালোচনার মুখেই এবার তৃণমূল কর্মী ও তাঁদের পরিবারের খোঁজখবর নিলেন সিভি আনন্দ বোস।

সোমবার সকালে বিমানে উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফেরার কথা ছিল রাজ্যপালের। তবে পরিকল্পনা বাতিল করে ট্রেনে কলকাতায় ফিরছেন আনন্দ বোস। আর ট্রেনে বসেই বাসন্তীতে শনিবার সন্ধেয় গুলিবিদ্ধ হয়ে নিহত যুব তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন রাজ্যপাল। স্বজনহারাদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

আরও পড়ুন- দেড়শো বছরে প্রথমবার! ফের পিছোল জনগণনা, সীমা পুনর্বিন্যাস
রাজ্যপালের সফরের মধ্যেই গীতলদহে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের এক নেতা এবং দুই কর্মীকে হাত-পা বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। ৩ জনই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার সকালে তাঁদের দেখতে কোচবিহারের বেসরকারি হাসপাতালে পৌঁছে যান রাজ্যপাল।

কোচবিহারের তৃণমূল নেতা উদয়ন গুহর মতে, রাজ্যপাল শুধু বিরোধীদের হয়ে কথা বলছেন, অথচ পঞ্চায়েত ভোটে আগে বিরোধীদের আক্রমণের শিকার হচ্ছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাই নিয়ে তাকে মন্তব্য করতে দেখা যায় না।