Wednesday, August 27, 2025

রাজ্যে এক দফাতেই পঞ্চায়েত ভোট, অধীরের আবেদন খারিজ

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের দফা বাড়ানো নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এক দফাতেই পঞ্চায়েত ভোট হবে বলে বুধবার স্পষ্ট জানিয়ে দিল আদালত।

আগামী ৮ জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট হবে বলে ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটে দফা বাড়ানোর আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ অধীরের আবেদন খারিজ করে দিয়েছে। আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়, একাধিক দফাতে নয়, এক দফায় হবে পঞ্চায়েতের ভোটগ্রহণ।আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, পর্যাপ্ত বাহিনী পাচ্ছে রাজ্য। ফলে দফা বাড়ানোর প্রয়োজন নেই।

উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশন প্রথম পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী ছাড়াই ভোট করাতে চেয়েছিল। কিন্তু বিরোধীরা পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব হয়। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। অবশেষে আদালতের তরফে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় পঞ্চায়েত ভোট করার নির্দেশ দেওয়া হয়। সেই মতো কেন্দ্রীয় বাহিনী দিয়ে আগামী শনিবার পঞ্চায়েত ভোট হতে চলেছে।

অধীর চৌধুরী আগে একই দাবিতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলেন ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকী। নৌশাদ দাবি জানিয়েছিলেন, হয় পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী ঈআনা হোক, নতুবা ভোটের দফা বাড়ানো হোক। তাঁর আইনজীবী যুক্তি দিয়েছিলেন, রাজ্যে জেলার সংখ্যা, ভোটার সংখ্যা ও বুথের সংখ্যা বেড়েছে। তাই দফা বাড়ানো দরকার। অধীর চৌধুরীর আইনজীবীও একই যুক্তি দেন। তিনি বলেন, ভোটের দফা বাড়ালেউই সুষ্ঠু ও অবাধ নির্বাচনের সম্ভাবনা বাড়বে। তা না হলে বিশৃঙ্খলা তৈরি হবে। প্রার্থীদের পাশাপাশি ভোটারদের নিরাপত্তাও দরকার। কিন্তু ধোপে টিকল না সেই আবেদন।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...