Saturday, May 3, 2025

ক্যানিংয়ে তৃণমূলের বুথ সভাপতিকে কু.পিয়ে খু.ন, বাসন্তীতে গু.লিবিদ্ধ শাসক দলের কর্মী

Date:

Share post:

সন্ত্রাস অব্যাহত। ভোটের পরেও শাসক দলের নেতা-কর্মীদের উপর লাগাতার হামলার ঘটনা ঘটছে। যা প্রাণহানি পর্যন্ত হয়েছে। নন্দীগ্রাম থেকে শুরু করে ভাঙড়, বিষ্ণুপুর, মুর্শিদাবাদ, বাসন্তীতে ভোট পরবর্তী হিংসা চালাচ্ছে বিজেপি সহ বিরোধীরা।

ফের দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে তৃণমূলের এক বুথ সভাপতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। জখম অবস্থায় কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলেও শেষরক্ষা হয়নি।নিহত নান্টু গাজি (‌‌৪২)‌। ইটখোলা গ্রাম পঞ্চায়েতের ২৪২ নম্বর গাজিপাড়ার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন।

জানা গেছে, গতকাল শুক্রবার রাত ৯ টা নাগাদ তিনি সাতমুখী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, তেঁতুলতলা এলাকায় তখন ১০ থেকে ১২ জন দুষ্কৃতী নান্টু গাজিকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায়। সাহিনা গাজি নামে এক মহিলাকেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম নান্টু ও সাহিনাকে রাতের অন্ধকারে রাস্তায় ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা।

এদিকে রাত বাড়লেও বাড়ি না ফেরায় বুথ সভাপতির পরিবারের লোকজন তাঁর খোঁজ শুরু করেন। রাত ২টো নাগাদ তেঁতুলতলা গাজিপাড়া এলাকায় রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। তড়িঘড়ি উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখান থেকে নান্টুকে কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ, এই খুনের পিছনে রয়েছে আইএসএফ।

অন্যদিকে, ফের বাসন্তীতে গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। বাসন্তীর ৪ নম্বর গোড়ানবোস এলাকার ঘটনা। বাজার থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শামিম সর্দার। জখম অবস্থায় তাঁকে কলকাতার এসএসকেএম-এ নিয়ে আসা হয়। আর এস পি-এর বিরুদ্ধে হামলার অভিযোগ।

 

 


 

 

spot_img

Related articles

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...