Friday, November 7, 2025

“পাঁচলাকাণ্ডে কোনও উপযুক্ত তথ্য প্রমাণ মেলেনি”: সাংবাদিক বৈঠকে সাফ জবাব রাজ্য পুলিশের ডিজির

Date:

Share post:

হাওড়ার (Howrah) পাঁচলার (Panchla) ঘটনা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। জোর করে এই ইস্যু নিয়ে নোংরা খেলায় মেতেছে বিজেপি (BJP)। এবার পাঁচলার ঘটনার আসল চিত্র প্রকাশ্যে আনলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য (DG Manoj Malviya)। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজি সাফ জানান, ইমেল মারফত এই ঘটনা সম্পর্কে একটি অভিযোগ পায় পুলিশ। আর সেই অভিযোগের উপর ভিত্তি করেই গত ১৪ জুলাই একটি এফআইআর (FIR) দায়ের করে দায়ের তদন্ত শুরু করে পুলিশ। কিন্তু, এখনও পর্যন্ত তদন্ত মোতাবেক পাঁচলার ঘটনার কোনও উপযুক্ত তথ্য প্রমাণ পাওয়া যায়নি।

পাশাপাশি এদিন মনোজ মালব্য আরও বলেন, গত ১৩ জুলাই ইমেল মারফত একটি অভিযোগ দায়ের হয় হাওড়া গ্রামীণে। নির্যাতিতা অভিযোগ করেন, তাঁর কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। এরপর ১৪ জুলাই পুলিশ এফআইআর দায়ের করে। তাঁর আরও সংযোজন, পুলিশ একাধিকবার নির্যাতিতা এবং তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ করে। কিন্তু তাঁদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ডিজি জানান, নির্যাতিতাকে মেসেজ করা হয়েছে যে আপনারা থানায় আসুন। কোর্টে গোপন জবানবন্দি দিন। কিন্তু অভিযোগকারিণী বা তাঁর পরিবারের তরফে কোনও সাড়া মেলেনি বলে দাবি পুলিশের। গত ৮ জুলাই পাঁচলায় এক মহিলা প্রার্থীকে বুথের ভিতর ঢুকে বিবস্ত্র করে তাঁকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। তবে এদিন ডিজি সাফ জানান, ভোটের দিন বুথগুলিতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন ছিল। কিন্তু তাদের তরফেও কোনও অভিযোগ আসেনি। আমরা অভিযোগ পাওয়ার পর ওই মহিলা এবং তাঁর স্বামীকে বারবার মেসেজ পাঠিয়েছি গোপন জবানবন্দি দেওয়ার জন্য। কিন্তু, তাঁরা এগিয়ে আসেননি। পাশাপাশি বুথের ভেতরে ফুটেজ খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই তা স্থানীয় বিডিওর থেকে চেয়ে পাঠানো হয়েছে বলে জানান রাজ্য পুলিশের ডিজি।

তিনি আরও জানান, নির্বাচনের পর ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এমনকী, সেখানে গিয়েছিল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম (Fact Finding Team)। তারাও আমাদের এই বিষয়ে কিছু জানায়নি। যেখানে এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে তার আশেপাশের CCTV ফুটেজ খতিয়ে দেখা হয়েছে বলে এদিন জানানো হয়েছে রাজ্য পুলিশের তরফে।

 

 

spot_img

Related articles

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...