Thursday, November 6, 2025

সংসদে মণিপুর নিয়ে আলোচনায় রাজি, তবে মোদির বিবৃতি প্রসঙ্গে নীরব শাহ

Date:

Share post:

ভয়াবহ অবস্থা উত্তর-পূর্বের রাজ্য মণিপুরের(Manipur)। এই ইস্যুতেই সংসদে ধারাবাহিক বিক্ষোভ শুরু করেছে বিরোধী সাংসদরা। দাবি, প্রধানমন্ত্রীকে সংসদে এইবিষয়ে বিবৃতি দিতে হবে। এহেন পরিস্থিতির মাঝেই সোমবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) জানালেন, “মণিপুর পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনা করতে সরকারের কোনও আপত্তি নেই।” যদিও প্রধানমন্ত্রী(Prime Minister) এই বিষয়ে সংসদে আলোচনায় অংশ নেবেন কিনা সে বিষয়ে কিছু বলেননি শাহ। তাছাড়া কোন ধারায় এই আলোচনা হবে তাও স্পষ্ট করা হয়নি।

মণিপুরে লাগাতার অশান্তি ও দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় উত্তাল গোটা দেশ। এই অবস্থায় মণিপুরের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভোটাভুটি-সহ আলোচনার দাবিতে শুক্রবার নোটিশ দিয়েছিল কংগ্রেস-সহ কয়েকটি বিরোধী দল। কিন্তু তাতে রাজি হয়নি মোদি সরকার। কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী ২৬৭ ধারার পরিবর্তে ১৭৬ ধারায় আলোচনা চেয়েছিলেন। কিন্তু বিরোধীরা তাদের দাবিতে অনড় রয়েছে। এই পরিস্থিতিতে শাহ সোমবার বলেন, “আমরা সভায় এই বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। আমি বিরোধীদের অনুরোধ করছি এই বিষয়ে আলোচনা করতে দিন। এই স্পর্শকাতর বিষয়ে দেশ যাতে সত্য জানতে পারে তা খুবই গুরুত্বপূর্ণ।”

তবে আলোচনা নিয়ে আপত্তি নেই বলে শাহ জানালেও এই আলোচনায় কেন্দ্রের সদিচ্ছা কতটুকু তা নিয়ে যথেষ্ট সন্দিহান বিরোধীরা। কারণ মণিপুরের পাল্টা জবাবে পশ্চিমবঙ্গ, রাজস্থান, ছত্তিশগড়, বিহারের মতো রাজ্যে কয়েকটি নারী নির্যাতনের ঘটনা তুলে প্রতিআক্রমণের পথে হাঁটার বার্তা দিয়েছে বিজেপি। সোমবার অবিজেপি রাজ্যে নারী নির্যাতনের অভিযোগ তুলে ধর্নাও দেখিয়েছে বিরোধী সাংসদরা।

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...