Saturday, August 23, 2025

উত্তরের পর এবার দক্ষিণবঙ্গেও ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

বর্ষার মরসুম বঙ্গে প্রবেশ করলেও ঝমঝমিয়ে বৃষ্টির দেখা এখনও মেলেনি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গত কয়েক দিন ধরে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টি হলেও তাপমাত্রার এখনও হেরফের ঘটেনি।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

আরও পড়ুনঃ উদ্বেগ প্রকাশ আমেরিকার, গ্রামবাসী-বাহিনী তুমুল সংঘ*র্ষে ফের রণ*ক্ষেত্র মণিপুর

উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি উপরের দিকের এই পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা।তবে আজকের পর থেকেই বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ।

কলকাতায় এদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পড়বে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে। আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকালয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৪ থেকে ৯৪ শতাংশ।
এসবের মধ্যেই একটি ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু, রাজস্থান ও সংলগ্ন এলাকায় এবং মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তীসগড় সংলগ্ন এলাকায়। উত্তর বঙ্গোপসাগরেও সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এর অবস্থান। বঙ্গোপসাগরের দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের অভিমুখ।

আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিদর্ভ, ছত্তিশগড়, কঙ্কন, গোয়া ঘাট ও মধ্য মহারাষ্ট্র এলাকায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কর্ণাটক, তামিলনাড়ু, পণ্ডিচেরি, করাইকাল, কেরল ও মাহেতে। ভারী বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তেলেঙ্গানা, ওড়িশা, অরুণাচলপ্রদেশ, অসম ও মেঘালয়ে।

spot_img

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...