আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের নতুন সি পি হলেন সুনীলকুমার চৌধুরী। তিনি আইজি-সিআইডি ছিলেন তিনি। বর্তমান সি পি সুধীর কুমার নিলাকান্তমকে বদলি করে রাজ্য পুলিশের ও এসডি পদে এলেন। সংশোধনাগার সার্ভিসে এ ডি জি সঞ্জয় সিং সশস্ত্র পুলিশের এডিজি হলেন। তাঁর জায়গায় এলেন এস সি আর বি র এ ডি জি লক্ষ্মীনারায় মিনা।

আরও পড়ুন- র.ক্ত দিতে হবে বুদ্ধদেবকে: সামান্য উন্নতি হতেই বাড়ি যাওয়ার ‘আবদার’, দেখতে গেলেন ঋতুপর্ণা
