Tuesday, May 6, 2025

রাহুলের সাংসদ পদ ফেরাতে গড়িমসি! স্পিকারের ভূমিকায় ক্ষুব্ধ কংগ্রেস

Date:

Share post:

যত দ্রুততার সঙ্গে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর(Rahul Gandhi) সাংসদ পদ কেড়ে নেওয়া হয়েছিল, পদ ফেরানোর ক্ষেত্রে তৎপরতা তো দূর রীতিমত গড়িমসি করতে শুরু করেছেন লোকসভার স্পিকার। ফলস্বরূপ স্পিকার ভূমিকায় ক্ষুব্ধ কংগ্রেস(Congress)।

মোদি পদবী মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছেন রাহুল গান্ধী। এরপরই যত দ্রুত সম্ভব রাহুলের সাংসদ পদ ফেরাতে সচেষ্ট কংগ্রেস। শুক্রবার সুপ্রিম কোর্টের রায় প্রকাশ হওয়ার পরই কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury) স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করতে যান। কিন্তু স্পিকার তাঁকে শুক্রবারের বদলে একদিন পর অর্থাৎ শনিবার দেখা করতে বলেন। অধীরের কথা অনুযায়ী, “শনিবার স্পিকারকে ফোন করলে তিনি আমাকে লোকসভার সচিবের সঙ্গে দেখা করে রায়ের কপি-সহ সব নথি জমা দিতে বলেন। এরপর আমি সচিবকে ফোন করি। কিন্তু তিনি জানান আজ আমার অফিস বন্ধ। আপনি স্পিকারের সঙ্গে কথা বলুন। এরপর আমি সব নথি ডাকবিভাগের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। নথিতে স্পিকার সই করলেও স্ট্যাম্প মারেননি।”

যার জেরে এবার স্পিকারের ভূমিকা নিয়ে যথেষ্ট সংশয়ে কংগ্রেস শিবির। তবে রাহুলের সাংসদ পদ ফেরাতে কোনরকম ঢিলেমি যে কংগ্রেস ভালোভাবে নেবে না সেটা স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে। সোমবারের মধ্যে যদি সংসদ সচিবালয় কোন পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস। অবশ্য, কোনও সাংসদের শাস্তি বাতিল হলে কতদিনের মধ্যে সাংসদের পদ ফেলাতে হবে তা নিয়ে কোনও ডেডলাইন বেঁধে দেওয়া নেই। শেষবার লাক্ষাদ্বীপের সাংসদ মহম্মদ ফয়জলের সাংসদ পদ এভাবে ফেরানো হয়েছিল। সেবার হাই কোর্ট ফয়জলের শাস্তি বাতিল করার পরও দীর্ঘদিন তাঁর সাংসদ পদ ফেরানো নিয়ে লোকসভার সচিবালয় কোনও পদক্ষেপ করেনি। পরে আবার সুপ্রিম কোর্টে সংসদের সচিবালয়ের বিরুদ্ধে মামলা করতে হয় তাঁকে। যদিও সেই মামলার রায় ঘোষণার আগেই শেষপর্যন্ত ফয়জল সাংসদ পদ ফিরে পান। ততদিনে মাসখানেক কেটে গিয়েছে। রাহুলের ক্ষেত্রেও সেই ঢিলেমির ইঙ্গিত পাচ্ছেন কংগ্রেস নেতারা।

spot_img

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...