Tuesday, August 26, 2025

“প্রমাণ নেই, আমাকে নিয়ে গল্প বানানোই কাজ”, বিদেশে গিয়েও অভিষেকের নিশানায় ইডি

Date:

Share post:

সম্প্রতি চিকিৎসার জন্য বিদেশ গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও কয়েকটি দিন থাকতে হবে তাঁকে। তবে বিদেশে গেলেও রাজ্যের প্রতিটি বিষয়ের দিকে নজর রাখছেন তিনি।

 

এরই মাঝে আজ, সোমবার সকালে টুইটে অভিষেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে তোপ দাগেন। ইডির ব্যর্থতা তুলে ধরে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।অভিষেকের দাবি, কোনও মামলায় বছরের পর বছর ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে ইডি। কিন্তু আদালতে সঠিক সময়ে প্রমাণ পেশ করতে ব্যর্থ তদন্তকারীরা। নিজেদের ব্যর্থতা ঢাকতে মিথ্যে গল্প ফাঁদছে তারা। এই খেলায় অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে কেন্দ্রীয় এজেন্সি।”প্রসঙ্গত, নিয়োগ সহ একাধিক মামলার শুনানিতে দীর্ঘকালীন তদন্ত সময় নষ্টের জন্য আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে ইডি। তথ্যপ্রমাণ পেশের জন্য তারিখের পর তারিখ চাইছেন তদন্তকারীদের আইনজীবী। আদালত তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছে। সামগ্রিক বিষয়টি উল্লেখ করেই এদিন সকালে টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

টুইটে অভিষেক আরও বলেন, “খুবই হতাশার বিষয় যে ইডির মতো সংস্থায় সব অযোগ্য অফিসাররা রয়েছেন, যাঁদের কাজই হল আমার বিরুদ্ধে সংবাদমাধ্যমের সামনে কাল্পনিক গল্প বানানো। এই কাজে তাঁরা একেবারে অপ্রতিরোধ্য। এদিকে বছরের পর বছর ধরে মানুষের করের টাকায় তদন্ত চালিয়ে যাওয়ার পরও কোনও প্রমাণ দিতে পারছে না।”

ইডির এই ভূমিকা অত্যন্ত হতাশাজনক বলেও উল্লেখ করেন অভিষেক। বিজেপি এই তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে রাজনীতি করছে। এবার স্পষ্ট হচ্ছে, কেন ইডির সাফল্যের হার ০.৫ শতাংশ। এতে অবাক হওয়ার কিছু নেই বলেও মনে করেন অভিষেক।

 

 

 

 

spot_img

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...