ভাড়ার টাক্সি ডাকাতির চেষ্টা দুষ্কৃতীদের। অভিযোগ, দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার কিনারা করে দুষ্কৃতীদের গ্রেফতার করল ডানকুনি থানার পুলিশ (Dankuni Police)। চার ডাকাতদের শনাক্ত করে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। একজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

গত পরশু রাতে নিশ্চিন্দা থানা এলাকার চারজন ডানকুনি (Dankuni) হাউজিং মোড়ে স্থানীয় একটি ভাড়ার টাক্সি ভাড়া করে জয়পুর যাওয়ার জন্য। এরপর জয়পুর গিয়েও সেখানে না নেবে গাড়িটি আবার রঘুনাথপুর এর দিকে নিয়ে আসে দুষ্কৃতীরা। এরপর বসিপতা এলাকায় ফাঁকা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে গাড়ির চালককে হাত বেঁধে তার থেকে সব কিছু কেড়ে নেয় দুষ্কৃতীরা। এরপর গাড়ির চালককে গাছে বেঁধে গাড়ি ও জিনিসপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ির চালককে উদ্ধার করে পুলিশ। এরপর অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরেই সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করে পুলিশ। চব্বিশ ঘণ্টার মধ্যে চার দুষ্কৃতীর মধ্যে তিনজন সম্রাট সর্দার, রোহিত সিং, আকাশ চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। ডানকুনি থানার এই সাফল্যে খুশি এলাকার মানুষ।