১) আজ মরশুমের প্রথম ডার্বি। ডুরান্ড কাপে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়েন্ট এর মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি। মরশুমের প্রথম বড় ম্যাচ নিয়ে উত্তাপে ফুটছে শহর কলকাতা।

২) মোহনবাগান সেট টিম হলেও, বড় ম্যাচে চ্যালেঞ্জ নিতে তৈরি লাল-হলুদ, বললেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। কুয়াদ্রাত বলেন, ডার্বি অবশ্যই আমার কাছে বড় চ্যালেঞ্জ। আমাদের জিততে হবে। এটা ফুটবলারদের বলে দিয়েছি। আমরা সমর্থকদের ফলাফল দিতে চাই।

৩) বড় ম্যাচের আগে ইস্টবেঙ্গলের প্রশংসায় মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। ডার্বি নিয়ে সমর্থকদের আবেগকে জানেন জুয়ান। এই প্রসঙ্গে বাগান কোচ বলেন,” ডার্বি কলকাতার গুরুত্বপূর্ণ ম্যাচ। ডার্বি সবসময়ই আলাদা ম্যাচ। পরের ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে জিতে পরবর্তী পর্বে পৌঁছনো নিশ্চিত করতে চাই আমরা।

৪) আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জিতে সিরিজ সমতায় ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়া।

৫) এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল ভারতীয় হকি দল। সেমিফাইনালে তারা ৫-০ গোলে হারাল জাপানকে। টিম ইন্ডিয়ার হয়ে গোল গুলি করেন, আকাশদীপ সিং, হরমনপ্রীত সিং, মনদীপ সিং, সুমিত এবং শেলভাম কার্থি। শনিবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ মালয়েশিয়া।

৬)ফের পিছিয়ে গেল সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন। ঠিক ছিল শনিবার হবে কুস্তি ফেডারেশনের নির্বাচন। কিন্তু শুক্রবার পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট সেই নির্বাচনের উপর স্থগিতাদেশ জারি করেছে। জানা যাচ্ছে, হরিয়ানা অ্যামেচার কুস্তি অ্যাসোসিয়েশন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ
