Tuesday, January 13, 2026

“বাংলাকে ভাতে মারার চিন্তা কেন?” বঞ্চনা ইস্যুতে মোদিকে তোপ মমতার

Date:

Share post:

বাংলার প্রতি কেন্দ্রের মোদি সরকারের বৈমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে শুরু থেকেই সরব রাজ্য সরকার। শনিবার ভার্চুয়াল বার্তায় নরেন্দ্র মোদির বাংলা নিয়ে বদনামের কড়া জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কড়া সুরে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার খতিয়ান তুলে ধরলেন তিনি। একইসঙ্গে প্রশ্ন তুললেন, “বাংলার বদনাম করা বাংলাকে ভাতে মারার চিন্তা কেন মোদির?”

মোদির মন্তব্যের পাল্টা এক অডিও বার্তায় বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “বাংলাকে এত বঞ্চনা করেছেন, নিপীড়ন, শোষণ করেছেন আপনারা। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে মোদি সরকার। বাংলা ৫ বার ১০০ দিনের কাজে প্রথম, যদি গাফিলতি থাকত তবে কেন প্রথম করা হল? ৫৪ টা টিম এসেছিল সব হিসেব দিয়েছি আমরা, তারপরও ২০২৩-২৪ বাজেটে বাংলাকে টাকা দেওয়া হয়নি। আবাস যোজনায় ৪ বার প্রথম হয়েছে বাংলা তারপরও বাংলার বাড়ি বন্ধ করা হল। বিজেপির লোকাল নেতাদের কথায় সেই টাকা বন্ধ করা হল। গ্রামীণ রাস্তার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রের কাছে আমরা ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পাই। আমি নিজে ৫ বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। আমার মন্ত্রীদের টিম গিয়েছে দেখা করতে। সাংসদরা দেখা করেছেন। তারপর ওনার দল বলেছে বাংলাকে আমরা ভাতে মারব। যারা এত অত্যাচার করে তারা বাংলায় হিংসা নিয়ে অভিযোগ তোলার আগে উত্তর দিক, মণিপুরে ৩ মাস ধরে কী করছেন?”

এর পাশাপাশি মোদিকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “মোদিজি বাংলাকে বদনাম করা, বাংলাকে ভাতে মারার চিন্তা কেন সর্বদা আপনার মাথায়? কারণ বাংলাকে আপনি ভয় পান। আপনি জানেন বাংলা নব জাগরণের পুন্যভূমি, সংস্কৃতি মাটি। আমাদের এখানে কোনও ভেদাভেদ নেই, আমরা একসাথে চলি। অন্যদিকে আপনাদের কাজ মণিপুরে জাতি দাঙ্গা লাগানো, দার্জিলিং, উত্তরবঙ্গকে টুকরো করা, জঙ্গলমহলে আগুন লাগানো। সেটা আমরা লাগাতে দেব না।”

spot_img

Related articles

ইরানের সঙ্গে বাণিজ্যের কারণে ভারতকে ‘শাস্তি’ ট্রাম্পের, বাড়ল ২৫ শতাংশ শুল্ক! 

রাশিয়ার পর এবার ইরান (Iran), ভারতে আছড়ে পড়ল মার্কিন শুল্কবান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন, ইরানের...

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...

নিপা ভাইরাসের আশঙ্কা! রাজ্যকে পূর্ণ সহযোগিতার আশ্বাস কেন্দ্রের

রাজ্যের কল্যানী AIMS-এর ICMR-VRDL-এ দুইটি সন্দেহজনক নিপা ভাইরাস সনাক্ত হওয়ার পর রাজ্য সরকারকে পূর্ণ প্রযুক্তিগত, লজিস্টিক ও কার্যকরী সহযোগিতার...