Thursday, November 13, 2025

“বাংলাকে ভাতে মারার চিন্তা কেন?” বঞ্চনা ইস্যুতে মোদিকে তোপ মমতার

Date:

Share post:

বাংলার প্রতি কেন্দ্রের মোদি সরকারের বৈমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে শুরু থেকেই সরব রাজ্য সরকার। শনিবার ভার্চুয়াল বার্তায় নরেন্দ্র মোদির বাংলা নিয়ে বদনামের কড়া জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কড়া সুরে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার খতিয়ান তুলে ধরলেন তিনি। একইসঙ্গে প্রশ্ন তুললেন, “বাংলার বদনাম করা বাংলাকে ভাতে মারার চিন্তা কেন মোদির?”

মোদির মন্তব্যের পাল্টা এক অডিও বার্তায় বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “বাংলাকে এত বঞ্চনা করেছেন, নিপীড়ন, শোষণ করেছেন আপনারা। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে মোদি সরকার। বাংলা ৫ বার ১০০ দিনের কাজে প্রথম, যদি গাফিলতি থাকত তবে কেন প্রথম করা হল? ৫৪ টা টিম এসেছিল সব হিসেব দিয়েছি আমরা, তারপরও ২০২৩-২৪ বাজেটে বাংলাকে টাকা দেওয়া হয়নি। আবাস যোজনায় ৪ বার প্রথম হয়েছে বাংলা তারপরও বাংলার বাড়ি বন্ধ করা হল। বিজেপির লোকাল নেতাদের কথায় সেই টাকা বন্ধ করা হল। গ্রামীণ রাস্তার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রের কাছে আমরা ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পাই। আমি নিজে ৫ বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। আমার মন্ত্রীদের টিম গিয়েছে দেখা করতে। সাংসদরা দেখা করেছেন। তারপর ওনার দল বলেছে বাংলাকে আমরা ভাতে মারব। যারা এত অত্যাচার করে তারা বাংলায় হিংসা নিয়ে অভিযোগ তোলার আগে উত্তর দিক, মণিপুরে ৩ মাস ধরে কী করছেন?”

এর পাশাপাশি মোদিকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “মোদিজি বাংলাকে বদনাম করা, বাংলাকে ভাতে মারার চিন্তা কেন সর্বদা আপনার মাথায়? কারণ বাংলাকে আপনি ভয় পান। আপনি জানেন বাংলা নব জাগরণের পুন্যভূমি, সংস্কৃতি মাটি। আমাদের এখানে কোনও ভেদাভেদ নেই, আমরা একসাথে চলি। অন্যদিকে আপনাদের কাজ মণিপুরে জাতি দাঙ্গা লাগানো, দার্জিলিং, উত্তরবঙ্গকে টুকরো করা, জঙ্গলমহলে আগুন লাগানো। সেটা আমরা লাগাতে দেব না।”

spot_img

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...