Saturday, August 23, 2025

সিলিং ফ্যান কিনবেন ভাবছেন? কেন্দ্রের নয়া নিয়মগুলো না জানলেই বিপদ!

Date:

Share post:

গরমে নাজেহাল? সুইচ অন করলেই সিলিং ফ্যান চালিয়ে জিরিয়ে নেন ছোট থেকে বড় সকলেই। বাতানুকুল যন্ত্র যতই থাকুক না কেন, নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেরই কিন্তু গরম থেকে রেহাই পাওয়ার একমাত্র ভরসা ‘সিলিং ফ্যান’। এবার সিলিং ফ্যানের বিষয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার।কী সেই সিদ্ধান্ত?
আরও পড়ুনঃএশিয়া কাপে দলে মিডল অর্ডারের দায়িত্ব কে? প্রশ্ন শুনেই বিরক্ত রোহিত

কেন্দ্রীয় সরকারের তরফে বৈদ্যুতিক সিলিং ফ্যানের জন্য বাধ্যতামূলক গুণমানের মানদন্ড জারি করা হয়েছে। মূলত, বৈদ্যুতিক পাখার অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে এবং নিম্নমানের পাখার আমদানি রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জারি করা হয়েছে নোটিফিকেশনও।
নয়া এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলিংয়ে বসানো বৈদ্যুতিক ফ্যানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) চিহ্ন থাকা প্রয়োজন। বিআইএস চিহ্ন ছাড়া কোনও ফ্যান বিক্রি করা যাবে না।সরকারের নির্দেশ অনুযায়ী, নয়া এই বিজ্ঞপ্তি জারির ৬ মাস পর থেকেই নয়া নিয়ম কার্যকর হবে।
ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাাস্ট্রি অ্যান্ড ইন্টার্নাল ট্রেডের একটি বিজ্ঞপ্তি অনুসারে, বৈদ্যুতিক সিলিং টাইপ ফ্যান সংক্রান্ত এই নির্দেশ ৯ অগাস্ট জারি করা হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, এই অর্ডার জারি হওয়ার পর থেকে তা ৬ মাস পর থেকে কার্যকর হবে।
BIS আইনের কোনো বিধান প্রথমবার লঙ্ঘন করলে ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা ২ লক্ষ টাকা জরিমানা হতে পারে। তবে, যদি সংশ্লিষ্ট ব্যক্তি দ্বিতীয় বা তারও বেশি সময়ের জন্য বিধান লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হন, সেক্ষেত্রে জরিমানার পরিমাণ ন্যূনতম ৫ লক্ষ টাকা এবং বিক্রয় করা নিম্নমানের বস্তুর মূল্যের ১০ গুণ পর্যন্ত প্রসারিত হতে পারে।

 

spot_img

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...