খানাকুলে বিজেপির গু*ণ্ডামির অভি*যোগ, রণ*ক্ষেত্র এলাকা

রণক্ষেত্র হুগলির খানাকুল (Khanakul, Hooghly)। অরন্ডা গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠনের পর থেকেই অশান্তি চলছিল। এদিন বিজেপি (BJP)কর্মী সমর্থকদের আক্রমণে ভাঙলো পুলিশের গাডই, আক্রান্ত হলো পুলিশকর্মীরাও । আগুন লাগানো হলো পঞ্চায়েত অফিসে (Panchayet Office)।গত ১০ অগাস্ট তিনজন জয়ী তৃণমূলের সদস্যকে বিজেপি নিজেদের দলে যোগদান করিয়ে বোর্ড গঠন করে। এর একদিন পরে বিজেপিতে যোগদানকারী তৃণমূল প্রার্থীরা তৃণমূল দলে ফিরে আসে। এরপর থেকেই এলাকার দখল রাখার চেষ্টায় অশান্তির সৃষ্টি করছিল বিজেপি, এমন অভিযোগ ওঠে। এরপর আজ পঞ্চায়েত সমিতির স্থায়ী বোর্ড গঠনকে কেন্দ্র করে সকাল থেকেই পঞ্চায়েতের সামনে ভিড় জমাতে থাকেন বিজেপি দলের কর্মী সমর্থকরা। পুলিশ প্রথমে তাঁদের বুঝিয়ে সেখান থেকে সরাতে গেলে বচসা শুরু হয়। এরপর পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে পুলিশকে লাঠি চার্জ করতেই হয়। এরপর বিজেপির তরফে শুরু হয় শুরু হয় ইট বৃষ্টি। বেশ কিছু পুলিশকর্মী আহত হন। বাইকে ও পঞ্চায়েত অফিসে আগুন লাগানো হয়। ঘটনাস্থলে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

Previous articleতোশাখানা মামলায় ইসলামাবাদ হাইকোর্টে জামিন পেলেও, এখনই মুক্তি নয় ইমরানের
Next articleযাদবপুর ইস্যুতে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তা আটকে বিজেপির ‘দাদাগিরি’!