বলিউডে (Bollywood) স্টারকিডদের নিয়ে আলোচনা আর জল্পনা সব সময় চলতে থাকে। এবার সেই তালিকায় জুড়েছে বনি কাপুর এবং শ্রীদেবী (Bony Kapoor & Sreedevi)কন্যা জাহ্নবী কাপুরের (Janhvi Kapoor)নাম। সম্প্রতি তাঁর সাজপোশাকের মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে অভিনেত্রীর আঙুলে বড় হিরের আংটি । এরপর থেকেই জোর চর্চা শুরু তাহলে কি বাগদান হয়ে গেছে? এবার সত্যি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী? জল্পনা আরও বেড়েছে যখন দক্ষিণ ভারতীয় পোশাকে (South Indian Dress)জাহ্নবী কাপুর এবং সাদা ধুতি ও উত্তরীয় পরে তাঁর চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়াকে (Sikhar Paharia) একসঙ্গে ধরা দিলেন তিরুপতি মন্দিরে (Tirupati Temple)। বলিউডি ফিসফাস বলছে তিরুপতির মন্দিরেই বুঝি সকলের অজান্তেই বাগদান সেরেছেন অভিনেত্রী।

কিছুদিন আগেই মা শ্রীদেবীর জন্মদিন উপলক্ষ্যে তিরুপতি গিয়ে পুজো দেন জাহ্নবী। সেদিন পরনে ছিল মায়ের সব গয়না। শ্রীদেবী-কন্যার হাতে সেদিন ছিল ম্যায়ের আংটি। শ্রীদেবীর জন্মদিনে মায়ের সব জিনিস পরতেই পছন্দ করেন অভিনেত্রী। সেই আংটি দেখেই এত জল্পনা। বলিউডে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করার পর জাহ্নবীর প্রেমজীবন নিয়ে কম জলঘোলা হয়নি। প্রথম ছবি ‘ধড়ক’ মুক্তির আগে থেকেই অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা চলেছে বলিপাড়ার অন্দরে। আবার শোনা যায় পুরনো প্রেমিক শিখরের কাছে ফিরে গিয়েছেন নায়িকা। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিতে নারাজ জাহ্নবী। তাই বিয়ে থেকে বাগদান সবটাই জল্পনা।
