Tuesday, August 26, 2025

ভাদ্রের ‘ভ্যাপসা’ গরমে ‘গলদঘর্ম’ বঙ্গবাসী! কবে বৃষ্টি?

Date:

Share post:

ভাদ্রের ভ্যাপসা গরমে নাকাল বঙ্গবাসী। আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি দেখাই মিলছে না দক্ষিণবঙ্গে। এই পরিস্থিতি আর কতদিন চলবে? না, আর অপেক্ষা নয়। শীঘ্রই মিলবে মুক্তি। শুক্রবারই স্বস্তির বৃষ্টি হবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তেই বদলাবে আবহাওয়া। যদিও ভারী বৃষ্টির কোনও আভাস এখনও মেলেনি।

আরও পড়ুনঃ এবার চব্বিশের জন্য ‘খেলা হবে’-র নতুন স্লোগান আনলেন দেবাংশু
উত্তর বঙ্গোপসাগরে ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব বিহার থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হচ্ছে। এদিকে হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। সেই অক্ষরেখার পূর্বের অংশ শনিবার দক্ষিণবঙ্গের দিকে এগোবে। যার ফলে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। তবে তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরেই থাকবে। অন্যদিকে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। এই আবহাওয়াই বজায় থাকবে দক্ষিণেও।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। তাপমাত্রা স্বাভাবিকের ২-৩ ডিগ্রি বেশিই থাকবে। সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও অনেকটাই বাড়বে। তবে আবহাওয়া বদলাবে শুক্রবার বিকেলের পর থেকে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলাগুলিতে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা, মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ থেকে ৯১ শতাংশ।

 

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...