Wednesday, January 14, 2026

রাজ্যপালের নোটিশ উল্লেখ করে শিক্ষামন্ত্রীর বৈঠকে যোগ না দেওয়ার নির্দেশ  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের

Date:

Share post:

উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘর্ষের মধ্যেই ফের নতুন বিতর্ক৷ আগামিকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷কিন্তু জানা গিয়েছে, রাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের এই বৈঠকে যেতে “বারণ” করেছেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরা। ইতিমধ্যেই কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের তরফে সেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের নির্দেশ দিয়ে বলা হয়েছে, ‘আপনারা আগামিকাল অফিসের অন্য কোনও কাজ করতে বাইরে যেতেই পারেন। কিন্তু বৈঠকে যোগ দেবেন না।’

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর একটি নির্দেশিকা জারি করা হয়েছিল রাজভবনের তরফে৷ সেই নির্দেশিকায় বলা হয়েছিল, ‘আচার্যের পর বিশ্ববিদ্যালয়গুলির সার্বভৌম অধিকর্তা হলেন উপাচার্যই। তাঁর অধীনস্থ বিশ্ববিদ্যালয়ের কর্মীরা তাঁরই নির্দেশ মেনে কাজ করবেন। সরকার তাঁদের নির্দেশ দিতেই পারে। কিন্তু সেই নির্দেশ তাঁরা মানতে বাধ্য নন।জানা গিয়েছে, এদিন বৈঠকে যোগ না দেওয়ার পিছনের ‘কারণ’ হিসাবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরা ২ সেপ্টেম্বরের রাজভবনের সেই নির্দেশিকার কথাই উল্লেখ করেছেন।

গত ৩১ অগাস্ট রাজ্যপাল সি ভি আনন্দ বোস জানিয়েছিলেন, যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নেই, পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি নিজেই সেই দায়িত্ব পালন করবেন৷ এরপরেই আবার গত ৪ সেপ্টেম্বর রাজ্যের সঙ্গে আলোচনা না করেই রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল৷ এরপর মঙ্গলবার মধ্যরাতে কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্যও নিয়োগ করেন তিনি।

 

 

 

 

spot_img

Related articles

তেহরানের বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হলে পরিণাম ভালো হবে না, হুঁশিয়ারি ট্রাম্পের

তেহরানের বিক্ষোভকারী যুবকের মৃত্যুদণ্ড যে কোন মুহূর্তে কার্যকরী করতে পারে ইরান (Iran) প্রশাসন। তেমনটা হলে ফল যে ভালো...

জানুয়ারির শেষেই শুরু একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের কাউন্সেলিং!

চলতি মাসে শেষেই শুরু হবে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। মেধাতালিকার ভিত্তিতে এই কাউন্সেলিং পর্বেই শিক্ষকরা বাছতে পারবেন স্কুলও...

জুনিয়র মিস ইন্ডিয়ার মুকুট বাংলার মেয়ের মাথায়!

জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় (Junior Miss India Competition) একাধিক বিভাগে সাফল্য এনে আবারও দেশের দরবারে বাংলার মুখ উজ্জ্বল...

আদালতে জোর ধাক্কা শুভেন্দুদের! মিলল না নবান্নের সামনে ধর্না কর্মসূচির অনুমতি

ফের কলকাতা হাই কোর্টে (Caltutta High Court) জোর ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার,...