উদয়নিধিকে ঠাটিয়ে চ.ড়! নগদ পুরস্কার ১০ লক্ষ টাকা, পোস্টার ঘিরে চা.ঞ্চল্য

সনাতন ধর্ম নিয়ে স্ট্যালিনের পুত্র উদয়নিধির করা বিতর্কের রেশ কাটছে না। এবার তাঁকে চড় মারলে পুরস্কার দেওয়া ঘোষণা করা হল তামিলনাড়ুর (Tamilnadu) পাশের রাজ্য অন্ধ্রপ্রদেশে। উদয়নিধিকে ঠাটিয়ে চড় মারতে পারলেই মিলবে নগদ ১০ লক্ষ টাকা পুরস্কার- পোস্টার ছেয়ে গিয়েছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে।

সনাতন ধর্ম নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধির (Udayanidhi) করা মন্তব্য নিয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছে। ঠিক কী বলেছিলেন উদয়নিধি? তামিলনাড়ুর মন্ত্রী তথা তামিল সিনেমার অভিনেতা উদয়নিধি (Udayanidhi) শনিবার চেন্নাইয়ে (Channai) লেখকদের একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি বলেন, ‘‘সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলার এই অনুষ্ঠানে আমায় আমন্ত্রণ জানানোয় ধন্যবাদ জানাই। বিরোধিতা নয়, আমাদের প্রথম কাজ হল সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলা। সামাজিক ন্যায় এবং সাম্যের বিরোধী এই প্রথা।’’ করোনা, ম্যালেরিয়া, ডেঙ্গির সঙ্গেও সনাতন ধর্মের তুলনা করেন স্ট্যালিন পুত্র। এনিয়ে বিতর্কের ঝড় ওঠে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)-সহ অনেক রাজনৈতিক দলের নেতৃত্বই জানান, সনাতন ধর্মকে তাঁরা শ্রদ্ধা করেন। উদয়নিধির এই ধরনের মন্তব্যকে তাঁরা সমর্থন করেন না। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নাম না-করে উদয়নিধিকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। উত্তরপ্রদেশ-সহ কয়েকটি রাজ্যে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলি উদয়নিধির বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করেছে।

এই পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে বৃহস্পতিবার সকালে স্ট্যালিন পুত্রকে মারের নিদান দিয়ে সাঁটানো পোস্টার ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। সেখানে লেখা রয়েছে উদয়নিধিকে ঠাটিয়ে চড় মারতে হবে। আর তাতেই মিলবে কড়কড়ে ১০ লক্ষ টাকা পুরস্কার! একটি হিন্দুত্ববাদী সংগঠনের দেওয়া পোস্টারে ‘চড় মারতে ইচ্ছুক’ ব্যক্তিদের যোগাযোগের জন্য মোবাইল নম্বরও দেওয়া হয়েছে। তবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তাঁর ছেলে এই বক্তব্য থেকে সরে আসছেন না। বরং তাঁদের দাবি, সনাতন ধর্মকে অপমান করেনি উদয়নিধি। তাঁর মন্তব্য রাজনৈতিক কারণে বিকৃত করা হচ্ছে।