Thursday, December 18, 2025

সুই.সাইড সারভাইভারদের জন্য লাইফলাইন ফাউন্ডেশনের নব উদ্যোগ SOLACE!

Date:

Share post:

জীবন মানে হেরে যাওয়া নয় বরং লড়াই করে ভাল এক আগামীর লক্ষ্যে এগিয়ে যাওয়া। সমস্যা, বাধা জীবনের গতিপথ মন্থর করতে পারে ,কিন্তু তা জীবন স্তব্ধ করে না। তাই আত্মহত্যা কোনও সমস্যার সমাধান নয়। কোন পরিবারের কেউ আত্মঘাতী হলে বা সে চেষ্টা করলে দায়ভার বইতে হয় বাকিদেরও। তখন যেন জীবদ্দশায় চারপাশের পরিস্থিতি নরকের সমতুল্য মনে হয়। এই মানুষগুলোকে মানসিকভাবে ঠিক রাখতে এবং জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে সুইসাইড সারভাইভারদের (Suicide Servivors) জন্য লাইফলাইন ফাউন্ডেশনের (Lifeline Foundation) নব উদ্যোগ SOLACE! এই উপলক্ষ্যে ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে কলকাতার রোটারি সদনে (Rotari Sadan Kolkata) এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লাইফলাইন ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংস্থা যারা ১৯৯৬ সাল থেকে আত্মহত্যার প্রতিরোধের জন্য এবং মানসিকভাবে বিধ্বস্ত মানুষের মনোবল বাড়াতে অক্লান্তভাবে কাজ করে চলেছে। সংস্থার তরফে বিশ্বাস করা হয় যে, যাঁরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন তাঁরা আসলে জীবন শেষ করতে চান না বরং চান সমস্যার বা যন্ত্রণা থেকে মুক্তি পেতে। সেই কাজটা করতে পারে এক ভাল বন্ধু আর কিছু উপযুক্ত পরামর্শ। সেই কারণে সুইসাইড সারভাইভারদের এবং তাঁদের পরিবারকে নিয়ে একান্তে সাপোর্ট গ্রুপের আয়োজন করছে লাইফ লাইন ফাউন্ডেশন। সংস্থার ডেপুটি ডিরেক্টর মনজিত জানান, কোনো পরিবারের একটা আত্মহত্যার ঘটনা ঘটলে লোকসমাজে মুখ দেখাতে অসহায় বোধ করেন বাড়ির লোকেরা। তাঁদের জন্যই প্রতিমাসের দ্বিতীয় শনিবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সাপোর্ট গ্রুপের কাজ চলে বলে জানান তিনি। যেখানে সাইকোলজিক্যাল কাউন্সিলর থেকে লাইফ লাইনের ভলেন্টিয়ার প্রত্যেকেই উপস্থিত থাকবেন। সংস্থার অফিসিয়াল মেইল আইডিতে নাম নথিভুক্ত করার সুবিধা থাকছে। রোটারি সদনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ জয় রঞ্জন রাম (মানসিক স্বাস্থ্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা), লেখিকা ও সাংবাদিক পিউ কুণ্ডু, বিশিষ্ট শিক্ষাবিদমিত্রা সিনহা রায় (অধ্যক্ষ, অ্যাডামস ইন্টি. স্কুল, জিডি বিড়লা শিক্ষা কেন্দ্র), সমাজকর্মী এষা দত্ত, জাতীয় মানবাধিকার কমিশনের তরফে জয়ন্ত এন. চৌধুরী সহ অন্যান্যরা।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...