Tuesday, December 23, 2025

দেশকে শক্তিশালী করতে কী কী প্রয়োজন? ভারত ছাড়ার পরই মোদির উদ্দেশে বার্তা বাইডেনের

Date:

Share post:

সদ্য সমাপ্ত জি২০ শীর্ষ সম্মেলনে (G20 Summit) যোগ দিতে ভারতে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। সম্মেলন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই রাষ্ট্রপ্রধান। তবে সেই বৈঠকের পর কোনও সাংবাদিক সম্মেলন হয়নি। পরে দিল্লি থেকে ভিয়েতনামে (Vietnam) গিয়ে সেখানে সাংবাদিকদের মুখোমুখি বাইডেন। ভিয়েতনামের রাজধানী হ্যানয় পৌঁছেই ভারতের নাগরিক সমাজ, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন বলেন, দেশকে শক্তিশালী ও সমৃদ্ধিশালী করতে গেলে এই বিষয়গুলোর প্রতি শ্রদ্ধাশীল হতেই হবে।

বাইডেন আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের বন্ধুত্ব এবং অংশীদারত্ব আরও জোরদার কীভাবে করা যায়, তা নিয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিস্তারিত আলোচনা করেছেন। তবে একই সঙ্গে জি–২০ সম্মেলন নিয়ে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্ব ও আতিথেয়তার প্রশংসা করেছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরে সাংবাদিকদের কভারেজের অনুমতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের টানাপোড়েন চলছিল। মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল মোদি-বাইডেন মুখোমুখি আলোচনার পর সে দেশের প্রথা অনুযায়ী সাংবাদিক সম্মেলনের আয়োজন করতে। কিন্তু দ্বিপাক্ষিক আলোচনার পর কোনওরকম প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হতে রাজি হননি মোদি। ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, প্রশ্নোত্তর পর্ব বা সংবাদ সম্মেলন—কোনওটাই করা হবে না। এমনকি প্রেসিডেন্ট বাইডেনও আলাদাভাবে কোনও সাংবাদিক সম্মেলন করতে পারবেন না।

তবে জি-২০ সম্মেলন শেষ হয়ে যাওয়ার পরপরই সরব বিরোধীরা। ভিয়েতনামের হ্যানয়ে সাংবাদিক সম্মেলনে বাইডেনের মন্তব্যের ক্লিপিংস তুলে ধরে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লেখেন, বাইডেনকে মোদি বলেছিলেন, প্রেস কনফারেন্স করব না, করতেও দেব না। কিন্তু তা কাজে এল না। ভারতে মোদির মুখের ওপর বাইডেন কী বলেছেন, ভিয়েতনামে গিয়ে সেটাই তিনি জানিয়ে দিলেন।

 

 

 

 

 

 

spot_img

Related articles

মূর্তি ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা জয়নগরে! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের

রবিবারের সকালে জয়নগরের একটি মন্দিরে কালী মূর্তির সামান্য ক্ষতি হওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে প্রশাসনের...

ডিজিটাল যুগেও লড়াইয়ে নতুন প্রজন্ম! সীমান্তের মাঠে ফুটবলের স্বপ্ন

ডিজিটাল যুগের টানাপোড়েনে যখন মোবাইল ও কম্পিউটারের দাপটে মাঠছাড়া হচ্ছে নতুন প্রজন্ম, তখন সীমান্তঘেঁষা সুন্দরবনের এক প্রান্তে ফুটবলকে...

জয়ের ধারা অব্যাহত সুন্দরবনের, হারল ব্যারেটোর দল

  জমজমাট শ্রাচি গ্রুপ আয়োজিত বেঙ্গল সুপার লিগ (Bengal super league)।সোমবার ছিল দুটি ম্যাচ। হাওড়া-হুগলি ওয়ারিয়র্সকে হারাল সুন্দরবন বেঙ্গল...

শীঘ্রই রাজ্যজুড়ে বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক: জানালেন তৃণমূল সভানেত্রী

কয়েকদিনের মধ্যেই আরও বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...