Thursday, August 28, 2025

৪৮ ঘণ্টা পর বিশেষ বিমানে ভারত ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী

Date:

Share post:

প্রায় ৪৮ ঘণ্টা আটকে থাকার পর অবশেষে বিশেষ বিমানে ভারত(India) ছাড়লেন কানাডার(Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো(Justin Trudeau)। ফলে জি২০ সম্মেলন শেষে বিমানের(Plane) যান্ত্রিক ত্রুটিতে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেশের উদ্দেশ্যে রওনা দিলেন এই রাষ্ট্র নেতা।

জানা গেছে, সম্মেলন শেষে যে বিমানে কানাডার প্রধানমন্ত্রীর যাওয়ার কথা ছিল গত রবিবার বিকেলে সেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এর ফলে বাধ্য হয়েই হোটেলে ফিরতে হয় ট্রুডোকে। এই পরিস্থিতিতে ট্রুডোর অফিস থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর বিশেষ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। যত দ্রুত সম্ভব তা সারানোর চেষ্টা করা হচ্ছে। এজন্য স্পেয়ার পার্টস নিয়ে কানাডা থেকে একটি ব্যাক আপ বিমান ভারতে যাচ্ছে। তা দিয়ে বিমানটি সারানোর চেষ্টা করা হবে। তবে সারানো না গেলে ব্যাকআপ প্লেনেই দেশে ফিরবেন ট্রুডোরা। এরপর বিকল্প বিমানের অপেক্ষায় ছিলেন ট্রুডো। তবে দ্বিতীয় বিমানটি সোমবার দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করার কথা থাকলেও পরে এটি আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এরইমাঝে প্রথম বিমানটিকে ত্রুটিমুক্ত করা হয়েছে এবং নিজ দেশের উদ্দেশে রওনা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ট্রুডোর এবারের ভারত সফর খুব একটা মসৃণ হয়নি। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছেন, কানাডায় ভারতবিরোধী সন্ত্রাসীদের বিক্ষোভ করতে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, মোদি এখানে খালিস্তানপন্থিদের বিক্ষোভের কথাই বলেন। এই ইস্যুতে ট্রুডোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অভিযোগ করেন, ভারত কানাডার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। এই সফরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও হয় কানাডার প্রধানমন্ত্রীর।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...