Friday, August 22, 2025

চিনের বিরুদ্ধে ৫-১ গোলে হেরে গেল টিম ইন্ডিয়া

Date:

Share post:

চলতি এশিয়ান গেমসের প্রথম ম্যাচেই ধাক্কা খেল ভারতীয় ফুটবল দল। এই ম্যাচ শুরুর আগে টিম ইন্ডিয়ার কোচ ইগর স্টিম্যাচ একেবারে পাত্তা দিতে চাননি। এমনকী, এই ম্যাচে ভারতের তারকা ফুটবলার সুনীল ছেত্রীকে বিশ্রাম দেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি। কিন্তু, সুনীলকে শেষপর্যন্ত মাঠে নামানো হয়েও চিনের প্রাচীর ভাঙতে পারেননি ভারতীয় ফুটবলাররা। শেষপর্যন্ত ৫-১ গোলে টিম ইন্ডিয়া হেরে যায়।

এই ম্যাচের শুরু থেকেই চিন একেবারে আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করে। ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলটি আসে। কর্নার কিক ক্লিয়ার করতে পারেননি ভারতীয় ফুটবলাররা। দুর্দান্ত একটা হেডে বল গিয়ে পড়ে গাও তিয়ানির কাছে। তিনি ৬ গজের দুরত্ব থেকে জোরাল একটি শট হাঁকিয়ে ভারতের জালে বলটা জড়িয়ে দেন। গুরমীতের অবশ্য খুব একটা কিছু করার ছিল না। ১-০ গোলে চিন এগিয়ে যায়। ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি পেয়েছিল চিন। কিন্তু, অসাধারণ দক্ষতায় গুরমীত সেই শট আটকে দেন। এরপর অনেকেই ভেবেছিলেন যে ভারতীয় ফুটবল দল এই ম্য়াচে হয়ত কামব্যাক করতে পারবে। কামব্যাক করেওছিল ভারত। প্রথমার্ধের একেবারে শেষ বেলায় রাহুল কেপি ভারতের হয়ে সমতা ফেরান। একক প্রচেষ্টাতেই তিনি উপরের দিকে উঠে গিয়েছিলেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আর চিনের সামনে দাঁড়াতে পারেননি সুনীল ছেত্রীরা। ম্যাচের ৪৭ মিনিটে সমতা ফেরায় চিন। বাঁ দিকের টাচলাইন থেকে বক্সের মধ্যে দুর্দান্ত একটা ক্রস পেয়েছিলেন লিউ ইয়াং। বলটা এতটাই উপর দিয়ে আসে যে ভারতীয় ডিফেন্ডাররা বলের ছোঁয়া পায়নি। এরপর ম্যাচের ৫১ মিনিটে দাই উইজান চিনের স্কোরকার্ড ২-১ হয়ে যায়। বাঁ-দিক থেকে কোনাকুনি তিনি একটি নীচু শট মারেন। গুরমীত ডাইভ দিলেও শেষপর্যন্ত বলের নাগাল পাননি তিনি। আবারও লিড নেয় চিন। চিনের এই মিডফিল্ডার অনেকটা জায়গা পেয়ে গিয়েছিলেন। ভারতীয় ডিফেন্ডাররা অনেক আগেই তাঁকে আটকাতে পারতেন।

৭২ মিনিটে চিনের হয়ে গোল পার্থক্য বাড়ালেন টাও কিয়াংলং। ওয়াং হাইজিয়ানের একটা লম্বা শট নির্বিঘ্নেই গুরমীতের কাছে যাচ্ছিল। কিন্তু, আচমকাই মাঝপথে বাধ সাধেন টাও। এই গোলটা নিয়ে অফসাইডের দাবি তোলা হলেও, রেফারি সেকথায় কান দেননি। মাত্র ৩ মিনিটের মধ্যেই আসে চতুর্থ গোল। দ্বিতীয় গোলটি করে টাও। বক্সের বাইরে থেকে সন্দেশ ঝিংগানের থেকে বলটা কেড়ে নেন ফ্যাং হাও। এরপর তিনি টাচলাইন থেকে বলটা নিয়ে টাওয়ের দিকে বাড়ালেন। আর সেইসঙ্গে ৪-১ গোলের ব্যবধান হয়ে গেল চিনের। ৯০+১ মিনিটে শেষ গোলটি করেন চিন। হাও ফ্যাং চিনের হয়ে পঞ্চম গোলটা করেন।

 

 

 

spot_img

Related articles

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...