Saturday, August 23, 2025

দক্ষিণে বড় ধাক্কা বিজেপির, NDA সঙ্গ ত্যাগ AIDMK-এর

Date:

Share post:

সংঘাত পর্ব চলছিল দীর্ঘদিন ধরেই এবার আনুষ্ঠানিকভাবে বিজেপি(BJP) নেতৃত্বাধীন এনডিএ-র(NDA) সঙ্গ ছাড়ল এআইএডিএমকে(AIDMK)। সোমবার সর্বসম্মতিক্রমে এনডিএ ত্যাগের প্রস্তাব পাস করেছে এআইএডিএমকে। বলার অপেক্ষা রাখে না ২০২৪ সালের লোকসভা নির্বাচনের(Parliament Election) আগে এনডিএ-র কাছে এটা বড় ধাক্কা।

সোমবার এআইএডিএমকে ডেপুটি কো-অর্ডিনেটর কে পি মুনুসামি দলের সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, “বিজেপির রাজ্য নেতৃত্ব গত এক বছর ধরে আমাদের প্রাক্তন নেতাদের, আমাদের সাধারণ সম্পাদক ইপিএস এবং আমাদের ক্যাডারদের সম্পর্কে অবিরাম কূমন্তব্য করে চলেছে।” সেই সংঘাতের জেরেই যে এনডিএ সঙ্গ ত্যাগ সে কথা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন মুনুসামি। যদিও এআইএডিএমকের তরফে জানানো হয়েছে, এনডিএ ছাড়লেও বিরোধী শিবির ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্সে(ইন্ডিয়া) যোগ দেবে না তারা। এআইএডিএমকে জানিয়েছে, তারা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে একটি পৃথক ফ্রন্টের নেতৃত্ব দেবে। এআইএডিএমকে এবং বিজেপির মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের বিষয়ে কয়েক মাস ধরে জল্পনা-কল্পনার পরে এই চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে দল। তামিলনাড়ু বিজেপির প্রধান কে আন্নামালাই বারবার এআইএডিএমকে নেতাদের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন যার জেরে দলের দলের মধ্যে সংঘাত চরম আকার নিয়েছিল। অবশেষে বিজেপির সঙ্গ ছাড়ল এআইডিএমকে।

উল্লেখ্য, এআইডিএমকে-র প্রতিষ্ঠাতা এমজি রামচন্দ্রনের মেন্টর হিসেবে পরিচিত সি এন আন্নাদুরাইয়ের সমালোচনা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই। যা নিয়ে দুই দলের মধ্যে টানাপোড়েন চলছিল। এনিয়ে দিল্লিতে বৈঠকও করেন দুই দলের শীর্ষ নেতৃত্ব। এআইডিএমকে দাবি জানায় হয় আন্নামালাইকে ক্ষমা চাইতে হবে না হলে তাঁকে সরিয়ে অবিতর্কিত কোনও নেতাকে রাজ্য সভাপতির পদে বসাতে হবে। কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফ থেকে সেরকম কোনও ইঙ্গিত না মেলাতেই সোমবার বিজেপির হাত ছাড়ল এআইডিএমকে।

spot_img

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...