মসজিদের ভেতর জয় শ্রীরাম স্লোগান, খুনের হুমকি! গ্রেফতার ২

কর্নাটকে কি ক্রমশ বাড়ছে ধর্মীয় বিদ্বেষ? হিজাব(Hijab) ইস্যুতে ধর্মীয় বিদ্বেষ কিছুটা শান্ত হওয়ার পর এবার কর্নাটকের(Karnataka) এক মসজিদে ঢুকে জয় শ্রীরাম স্লোগান ও মুসলিমদের খুনের হুমকি দিল দুই যুবক। যদিও হিন্দু-মুসলিম বিদ্বেষ থামাতে দ্রুত পদক্ষেপ নিয়েছে সেখানকার সরকার। সিসিটিভি ফুটেজ সোমবার দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ(Police)।

পুলিশ সূত্রে খবর, কর্নাটকের দক্ষিণা কানাড়া জেলায়মারধলা বদরিয়া জামা মসজিদে রবিবার রাত ১১টা নাগাদ দুই যুবক প্রবেশ করে। মসজিদ প্রাঙ্গনে দাঁড়িয়ে তারা জয় শ্রীরাম ধ্বনি তোলে। মুসলিমদের প্রাণনাশের হুমকি দেয়। মসজিদের মৌলবি ও প্রধান সেসময় কার্যালয়ে উপস্থিত ছিলেন। মসজিদের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই তাদের গ্রেফতার করেছে স্থানীয় থানার পুলিশ। অভিযুক্তদের নাম শচীন রাই ও কিরথান পূজারী। দুজনেই কাইকম্বা গ্রামের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে অভিযুক্তরা মদ্যপ অবস্থায় ছিল না। এর আগে তাদের কোনও অপরাধের রেকর্ডও নেই।

এই ঘটনা প্রসঙ্গে মসজিদ কমিটির সদস্য মহম্মদ ফয়জল সংবাদমাধ্যমে জানিয়েছেন, ওই এলাকায় হিন্দু-মুসলিমদের মধ্যে যথেষ্ট সম্প্রীতি রয়েছে। দুই সম্প্রদায়ের সুসম্পর্ক ও সহাবস্থানের জন্য এলাকাটি পরিচিত। অভিযুক্তরা যদি এই একতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে তা বরদাস্ত করা হবে না বলেও জানান ফয়জল।