Wednesday, November 5, 2025

ভারতের সেরা দশ স্কুলের তালিকায় জয়জয়কার কলকাতার! দেখে নিন একনজরে

Date:

Share post:

ফের শিক্ষাক্ষেত্রে জয়জয়কার কলকাতার। দেশের একাধিক স্কুলকে পিছনে ফেলে সেরা ১০ তালিকায় (Top 10) জায়গা করে নিয়েছে শহরের একাধিক স্কুল। বাংলা যে শিক্ষাক্ষেত্রে অনেকের থেকে বেশ কয়েক কদম এগিয়ে তা আবারও প্রমাণ হল। ডবল ইঞ্জিন দরকার (Double Engine Govt) পরিচালিত রাজ্যগুলির থেকে বাংলার শিক্ষাক্ষেত্রে যে নবজোয়ার এসেছে তা বলা চলে। বুধবারই প্রকাশিত হয়েছে অ্যানুয়াল এডুকেশন ওয়ার্ল্ড ইন্ডিয়া স্কুল র‍্যাঙ্কিং ২০২৩-২০২৪ (Annual Education World School Ranking)। আর সেই র‍্যাঙ্কিংয়ে টেক্কা দিয়ে সংবাদ শিরোনামে উঠে এল কলকাতার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। বিভিন্ন ক্যাটাগরিতে সেরা দশে এই শহরের বেশ কয়েকটি স্কুলের নাম রয়েছে। ভারতের রাজ্য সরকারি স্কুলগুলির মধ্যে সেরা দশে কলকাতার যে যে স্কুলের নাম উঠেছে, তা হল যাদবপুর বিদ্যাপীঠ। দেশব্যাপী ৮ নং স্থান পেয়েছে শহরের এই শিক্ষা প্রতিষ্ঠানটি। ভারতের ফিলানথ্রপি স্কুলের মধ্যে সেরা ১০-এ কলকাতার ফিউচার হোপ স্কুল ৭ নং স্থানে নিজের জায়গা পাকা করে নিয়েছে।

অন্যদিকে, গার্লস ডে স্কুলের মধ্যে সেরা দশের মধ্যে জায়গা পাকা করে নিয়েছে কলকাতার মডার্ন হাই স্কুল ফর গার্লস। সারাদেশে ৩ নম্বরে স্থানে রয়েছে তারা। পাশাপাশি সুশীলা বিড়লা গার্লস স্কুল দেশব্যাপী ১০ নম্বরে স্থান পেয়েছে। বয়েজ ডে স্কুলের মধ্যে সেরা দশে কলকাতার ময়রা স্ট্রিটের বিড়লা হাই স্কুল দেশব্যাপী ৩ নম্বরে রয়েছে। পার্ক সার্কাসের ডন বস্কো স্কুল দেশব্যাপী ৬ নং স্থান পেয়েছে। হাওড়ার এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠ সারা দেশে ৭ নম্বর স্থান পেয়েছে।

এছাড়া ভিনটেজ-লেগ্যাসি গার্লস ডে স্কুলের মধ্যে কলকাতার লা মার্টিনিয়ার ফর গার্লস দেশব্যাপী র‍্যাঙ্কিয়ে ৩ নম্বরে রয়েছে। লরেটো হাউস, মিডলটন দেশব্যাপী ৪ নং স্থানে রয়েছে। অন্যদিকে, ভিনটেজ-লেগ্যাসি বয়েজ ডে স্কুলের মধ্যে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল দেশব্যাপী ৩ নম্বর জায়গা দখল করে নিয়েছে। কলকাতার লা মার্টিনিয়ার ফর বয়েজ দেশব্যাপী ৪ নং স্থানে অবস্থান করছে। কলকাতার সেন্ট লরেন্স হাই স্কুল দেশব্যাপী ১০ নম্বর স্থান পেয়েছে। মূলত, ডে স্কুল, বোর্ডিং স্কুল, আন্তর্জাতিক স্কুল, সরকারি স্কুল, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুল এবং সমাজসেবামূলক স্কুল এই সমস্ত ক্যাটাগরির মধ্যে সমীক্ষা করে র‍্যাঙ্কিংয়ের মূল্যায়ন করা হল।

 

 

 

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...