Saturday, January 10, 2026

বিশ্বকাপে প্রথম জয় অস্ট্রেলিয়ার, লঙ্কানদের হারাল ৫ উইকেটে

Date:

Share post:

বিশ্বকাপে জয়ের মুখ দেখলো অস্ট্রেলিয়া। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়ে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতল পাট ক‍্যামিন্সের দল। এদিন লঙ্কানদের বিরুদ্ধে ৫ উইকেটে জিতল অজিরা। পাঁচবারের চ্যাম্পিয়নদের শুরুটা একেবারেই ভাল হয়নি। প্রথমে ভারত ও তারপর দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিপদে পড়ে যায় প্যাট কামিন্সরা। তবে খাদের কিনারা থেকে উঠে এল অজিরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতল ৫ উইকেটে।

শুরুটাও বেশ ভাল করেছিল লঙ্কানরা। তবে তাদের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২০৯ রানে।ওপেনিং জুটিতে ১৩০ বলে ১২৫ রান করে শ্রীলঙ্কা। দুই ওপেনার পেরেরা ও নিশাঙ্কা দুই জনেই হাফ সেঞ্চুরি করেন। তখন মনে হচ্ছিল সহজেই ৩০০ বা তার বেশি রান করে ফেলবে লঙ্কানরা। তবে এই জুটি ভেঙে যেতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ইনিংস। সেই অর্থে আর কোনও পার্টনারশিপই গড়ে ওঠেনি। নিশাঙ্কা  ৬৭ বলে ৬১ রানের ইনিংস খেলে আউট হন। আটটা চার মারেন তিনি। ৮২ বলে ৭৮ রানের ইনিংস খেলেন কুশল পেরেরা। তাঁর ইনিংসে ছিল ১২টা চার। চরিথ আসালাঙ্কা শেষ অবধি কিছুটা লড়াই চালালেও কাজের কাজ হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্মানজনক স্কোর করতে পারেনি শ্রীলঙ্কা। বিশ্বকাপে এই পর্যন্ত ব্যর্থ হলেও এদিন জ্বলে উঠলেন লেগস্পিনার অ্যাডাম জ্যাম্পা। একাই তুলে নিলেন চারটি উইকেট। মিশেল স্টার্ক প্যাট কামিন্সরাও উইকেট পেয়েছেন। শ্রীলঙ্কার ব্যাটাররা পুরো ৫০ ওভার ব্যাট করতেই পারেননি। ফলে রান ওঠেনি সে ভাবে। ওপেনিং জুটি ভাঙার পর, দায়িত্বজ্ঞানহীন শট খেলে একের পর এক ব্যাটার আউট হতে থাকেন।

জবাবে ব্যাট করতে নেমে পরপর দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। আউট হন ডেভিড ওয়র্নার ও স্টিভ স্মিথ। ২৪ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর ৮১ রানে ৩ উইকেট খুইয়ে চাপ আরও বাড়তে থাকে অজিদের উপর। যদিও ৫১ বলে ৫২ রানের ইনিংস খেলে আউট হন মিশেল মার্শ। অল্পের জন্য লাবুশেন হাফ সেঞ্চুরি না পেলেও ৫৯ বলে ৫৮ রানের ইনিংস খেলেন জশ ইংলিশ। লঙ্কানদের হয়ে তিন উইকেট দিলশান মধুশাঙ্কার। একটি উইকেট দুনিথের।

আরও পড়ুন:অলিম্পিক্সে ক্রিকেট, উচ্ছ্বসিত নীরজ

spot_img

Related articles

৩১ মার্চের মধ্যে খাদানের কাজ শুরু, ২৫ হাজার কর্মসংস্থান: আশ্বাস অভিষেকের, ডিজি মাইনিং-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বাঁকুড়া জেলার পাথর খাদান এলাকায় দাঁড়িয়ে বিপুল কর্মসংস্থানের আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

মোদি রাজ্যে অমিতাভকে হেনস্থা! ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে 

নরেন্দ্র মোদি - অমিত শাহের গুজরাটে আক্রান্ত বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)!সুরাটে ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর (indian...

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...