Saturday, December 20, 2025

নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ! দুই বেসরকারি ব্যাঙ্ককে বড় অঙ্কের জরিমানা RBI-এর

Date:

Share post:

নিয়ম না মেনেই কাজ চালিয়ে যাওয়ার জের। এবার আইসিআইসিআই (ICICI)-সহ দুটি ব্যাঙ্ককে জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। জানা গিয়েছে, আইসিআইসিআই ছাড়া জরিমানার (Fine) মুখে পড়তে হয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককেও (Kotak Mahindra)। বুধবার রিজার্ভ ব্যাঙ্কের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, আইসিআইসিআই ব্যাঙ্কের জরিমানার পরিমাণ ১২ কোটি ১৯ লক্ষ টাকা। আরেক বেসরকারি সংস্থা কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের জরিমানার অঙ্ক ৩ কোটি ৯৫ লক্ষ টাকা।

আরবিআই সূত্রে খবর, প্রতারকদের শনাক্ত করতে না পারা এবং ঋণ সংক্রান্ত নিয়মাবলি সঠিকভাবে পালন না করায় এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোটাক মাহিন্দ্রার বিরুদ্ধে অভিযোগ, ঋণ সংক্রান্ত নিয়ম না মানা, ঋণের টাকা আদায়ের জন্য নিয়ম বিরুদ্ধ কাজ করা এবং ব্যাঙ্কের হিসাবের তহবিলে গোলযোগের জন্য কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককে জরিমানা করা হয়েছে। তবে এই প্রথম নয়, মাঝে মাঝেই ব্যাঙ্কগুলির কাজকর্ম খতিয়ে দেখে রিজার্ভ ব্যাঙ্ক। কোনও ব্যাঙ্কের তহবিল এবং নিয়মাবলিতে গোলযোগ পেলে সেই সব ব্যাঙ্কের জরিমানা করা হয়। এর আগে জুন মাসেই অ্যাক্সিস, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এবং জম্মু ও অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ককে মোটা অঙ্কের জরিমানা করা হয়।

যদিও এই জরিমানার কোনও প্রভাব গ্রাহকদের লেনদেনে পড়বে না বলে আরবিআই-এর তরফে জানানো হয়েছে। আইসিআইসিআই ব্যাঙ্কের অর্থনৈতিক পরিস্থিতি ঠিক কী রয়েছে সেটা খতিয়ে দেখছিল আরবিআই। আর তখনই এই অনিয়ম ধরা পড়ে। আরবিআই খোঁজ করতে গিয়ে দেখে তারা এমন লোকজনকে লোন দিয়েছে যেখানে যারা ধার নিয়েছে তাদের যে ডিরেক্টর তারা বোর্ডেই রয়েছেন। আর এটাই আরবিআইয়ের গাইডলাইন ভঙ্গ করার পক্ষে যথেষ্ট। সেই সঙ্গে ব্যাঙ্ক নন ফিনান্সিয়াল প্রোডাক্টও বিক্রি করেছে বলে খবর।

 

 

 

 

spot_img

Related articles

উচ্চমানের চিকিৎসা পরিষেবা সবার অধিকার: #Sebaashray2 শিবির ঘুরে রোগী ও চিকিৎসকদের বার্তা অভিষেকের

উচ্চমানের চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে নিজের সংসদীয় এলাকায় ‘সেবাশ্রয়’ (Sebaashray) চালু করেছিলেন তৃণমূলের (TMC)...

বাংলাদেশের অশান্তির আঁচ এবার ক্রিকেট মাঠে! অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাড়ছে বিপিএল বাতিলের সম্ভাবনা

অশান্তি আর নৈরাজ্যের বাংলাদেশে সংবাদমাধ্যমের অফিস থেকে সাংস্কৃতিক কেন্দ্রে আক্রমণের পর এবার কি উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে...

বিজয় হাজারে ট্রফির প্রস্তুতিতে সমস্যা বাড়ল বাংলা দলের

বিজয় হাজারে ট্রফি জয়ের লক্ষ্যে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলা। কিন্তু প্রথম দিন মাঠে যেতেই সমস্যার সম্মুখীন হতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব বাড়লো অক্ষরের, ওয়াইল্ড কার্ডে চমক দিলেন ঈশান!

বছর ঘুরলেই ক্রিকেটপ্রেমীদের নজরে বাইশ গজে কুড়ি-কুড়ি বিশ্বকাপের লড়াই (T20 World Cup 2026)। পূর্ব ঘোষণা মতোই শনিবার ২০২৬...