Tuesday, November 4, 2025

নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ! দুই বেসরকারি ব্যাঙ্ককে বড় অঙ্কের জরিমানা RBI-এর

Date:

Share post:

নিয়ম না মেনেই কাজ চালিয়ে যাওয়ার জের। এবার আইসিআইসিআই (ICICI)-সহ দুটি ব্যাঙ্ককে জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। জানা গিয়েছে, আইসিআইসিআই ছাড়া জরিমানার (Fine) মুখে পড়তে হয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককেও (Kotak Mahindra)। বুধবার রিজার্ভ ব্যাঙ্কের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, আইসিআইসিআই ব্যাঙ্কের জরিমানার পরিমাণ ১২ কোটি ১৯ লক্ষ টাকা। আরেক বেসরকারি সংস্থা কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের জরিমানার অঙ্ক ৩ কোটি ৯৫ লক্ষ টাকা।

আরবিআই সূত্রে খবর, প্রতারকদের শনাক্ত করতে না পারা এবং ঋণ সংক্রান্ত নিয়মাবলি সঠিকভাবে পালন না করায় এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোটাক মাহিন্দ্রার বিরুদ্ধে অভিযোগ, ঋণ সংক্রান্ত নিয়ম না মানা, ঋণের টাকা আদায়ের জন্য নিয়ম বিরুদ্ধ কাজ করা এবং ব্যাঙ্কের হিসাবের তহবিলে গোলযোগের জন্য কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককে জরিমানা করা হয়েছে। তবে এই প্রথম নয়, মাঝে মাঝেই ব্যাঙ্কগুলির কাজকর্ম খতিয়ে দেখে রিজার্ভ ব্যাঙ্ক। কোনও ব্যাঙ্কের তহবিল এবং নিয়মাবলিতে গোলযোগ পেলে সেই সব ব্যাঙ্কের জরিমানা করা হয়। এর আগে জুন মাসেই অ্যাক্সিস, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এবং জম্মু ও অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ককে মোটা অঙ্কের জরিমানা করা হয়।

যদিও এই জরিমানার কোনও প্রভাব গ্রাহকদের লেনদেনে পড়বে না বলে আরবিআই-এর তরফে জানানো হয়েছে। আইসিআইসিআই ব্যাঙ্কের অর্থনৈতিক পরিস্থিতি ঠিক কী রয়েছে সেটা খতিয়ে দেখছিল আরবিআই। আর তখনই এই অনিয়ম ধরা পড়ে। আরবিআই খোঁজ করতে গিয়ে দেখে তারা এমন লোকজনকে লোন দিয়েছে যেখানে যারা ধার নিয়েছে তাদের যে ডিরেক্টর তারা বোর্ডেই রয়েছেন। আর এটাই আরবিআইয়ের গাইডলাইন ভঙ্গ করার পক্ষে যথেষ্ট। সেই সঙ্গে ব্যাঙ্ক নন ফিনান্সিয়াল প্রোডাক্টও বিক্রি করেছে বলে খবর।

 

 

 

 

spot_img

Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...