Saturday, November 15, 2025

আজ থেকে সারারাত চলবে মেট্রো, সপ্তমীর ভিড় সামলাতে সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ!

Date:

Share post:

সপ্তমীর (Saptami) সকাল থেকে বিকেল পর্যন্ত মহানগরীর যান চলাচল (Traffic )নিয়ে খুব একটা সমস্যার মধ্যে পড়তে হয়নি। বিকেল চারটে পর্যন্ত স্বাভাবিক ছিল ট্র্যাফিক পরিষেবা। বাংলার সর্বত্র এখন পুজোর আমেজ। আজ থেকে সরকারি- বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান বন্ধ। তবে সকাল থেকে মেট্রো পরিষেবা (Metro Service) বন্ধ থাকার কারণে একটু সমস্যার মধ্যে পড়তে হয়েছে অনেককেই। কিন্তু কলকাতা মেট্রোর তরফে বলা হয়েছে আজ থেকে সারারাত পাতাল রেল চলবে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়ার রুটে (Dakshineswar to Kavi Subhash)। পাশাপাশি শিয়ালদহ থেকে সেক্টর ফাইভেও সারারাত মেট্রো পাওয়া যাবে। দুপুর পর্যন্ত ট্র্যাফিক পরিষেবা নিয়ে খুব একটা বেশি হিমশিম খেতে হয়নি পুলিশকে(Kolkata Police)। তবে আজ সন্ধ্যায় রেকর্ড ভিড়ের আশঙ্কা করা হচ্ছে সব বড় বড় পুজো মন্ডপ সংলগ্ন রাস্তায় তাই অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে লালবাজার।

পুলিশের তরফে বিশেষ ভাবে নজর রাখা হচ্ছে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, রাসবিহারী এলাকা এবং উত্তর কলকাতার হাতিবাগানের মতো এলাকাগুলিতে। দর্শনার্থীদের সুরক্ষার দিকে নজর দেওয়ার পাশাপাশি যাতে কোনভাবেই ট্র্যাফিক নিয়ম কেউ না লঙ্ঘন করেন তাও নিশ্চিত করা হচ্ছে। বিকেল যত গড়াচ্ছে ততই দক্ষিণ কলকাতার ওপর ট্রাফিকের চাপ আস্তে আস্তে বাড়ছে। বড় বড় পুজো মণ্ডপ সংলগ্ন মেট্রো স্টেশনের জন্য অতিরিক্ত আরপিএফ (RPF)মোতায়েন করেছে কলকাতা মেট্রো। আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় পাঁচ সদস্যের কুইক রেসপন্স টিম এবং বিপর্যয় মোকাবিলা দল রাখা হয়েছে বলে খবর।

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...