Wednesday, January 14, 2026

যুদ্ধ পরিস্থিতিসহ একাধিক বিষয়ে আলোচনা, ভারত সফরে মার্কিন বিদেশ ও প্রতিরক্ষা সচিব

Date:

Share post:

ইজরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই ইজরায়েল সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। এবার এই যুদ্ধ পরিস্থিতি কীভাবে থামাতে কী কী পদক্ষেপ করা যায় সে বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চায় আমেরিকা। এছাড়া আরও একাধিক বিষয়ে আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে আগামী মাসে ভারত সফরে আসছেন মার্কিন বিদেশসচিব (US Secretary of State) ও প্রতিরক্ষা সচিব।

সূত্রের খবর, আসন্ন সফরে অ্যান্টনি ব্লিঙ্কেন ও লয়েড অস্টিন বৈঠক করবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। তবে তার দিনক্ষণ চূড়ান্ত হয়নি এখনও। ভারত-আমেরিকার (India-US) দ্বিপাক্ষিক সম্পর্কে নজরে একাধিক বিষয়। QUAD সদস্য হিসেবে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সুরক্ষা তথা ভারত-চিন সীমান্ত নিরাপত্তা, আমেরিকার সঙ্গে ভারতের সমরাস্ত্র কেনাবেচা, দু দেশের বন্ধু রাষ্ট্র ইজরায়েলের হামাসে হামলা নিয়ে পদক্ষেপ স্থির করা-সহ নানা বিষয় নিয়ে দু দেশের মধ্যে আলোচনার সম্ভাবনা। আরও তাৎপর্যপূর্ণ, একইসঙ্গে মার্কিন বিদেশসচিব ও প্রতিরক্ষা সচিবের (Secretary of Defence) ভারতে আসা। সূত্রের খবর, নভেম্বরেই আসছেন ব্লিঙ্কেন এবং অস্টিন।

সূত্রের আরও খবর, তাঁদের এই সফরে মূলত নিরাপত্তা নিয়েই আলোচনা হতে চলেছে। জয়শংকর এবং রাজনাথ সিংয়ের সঙ্গে তাঁরা বৈঠক করবেন। ভারতের উত্তরে চিন সীমান্তে লালফৌজের আনাগোনার দিকে কড়া নজর রাখছে আমেরিকা। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুরক্ষা নিয়েও চিন্তিত। রাজনাথ-লয়েডের বৈঠকে উঠে আসতে পারে এই বিষয়টি।এছাড়া মার্কিন যুদ্ধাস্ত্রের অন্যতম ক্রেতা এখন ভারত। সম্প্রতি ৩০০ কোটি টাকা দিয়ে আমেরিকার থেকে ‘প্রিডেটর ড্রোন’ ও আনুসাঙ্গিক প্রতিরক্ষা সিস্টেম কিনছে নয়াদিল্লি। দু দেশের মধ্যে প্রতিরক্ষা আরও কীভাবে মজবুত করা যায়, তা নিয়েও কথা হওয়ার সম্ভাবনা দুজনের। সবমিলিয়ে, মার্কিন বিদেশ ও প্রতিরক্ষা সচিবের আসন্ন ভারত সফর নানা দিক থেকেই অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...