Wednesday, November 5, 2025

সন্তানকে ‘ব.ন্দি’! বিমানবন্দরে তা.ণ্ডব, ১৮ ঘণ্টা পর আত্মস.মর্পণ বাবার

Date:

Share post:

১৮ ঘণ্টা টানাপড়েনের শেষে বিনা বাধায় আত্মসমর্পণ করলেন ‘আততায়ী’ বাবা। উদ্ধার করা হল ৪ বছরের শিশুটিকে। পুলিশ জানিয়েছে, সে অক্ষত রয়েছে।

পুলিশ সূত্রে খবর শনিবার রাতে জার্মানির (Germany) হামবুর্গ বিমানবন্দরে (Hamburg Airport) গাড়ি নিয়ে গেট ভেঙে একটি চার বছরের শিশু নিয়ে বিমানবন্দরে ঢোকেন এক ব্যক্তি। বিমানবন্দরে প্রবেশের সময় তাঁকে শূন্যে গুলি চালাতে দেখা যায়। এমন ঘটনার জেরে পণবন্দি (Hostage Situation) পরিস্থিতি তৈরি হয় বিমানবন্দরে। শুরু হয়ে যায় হট্টগোল-চিৎকার। ঘটনার জেরে ব্যহত হয় বিমান পরিষেবা (Plane Service)। গোটা বিমানবন্দর ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী।

প্রাথমিকভাবে অনুমান, সন্তান কার কাছে থাকবে তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মতান্তর চলছিল। সেইসময় স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে ছেলেকে ছিনিয়ে আনে গাড়িতে থাকা অভিযুক্ত। তিনিই হামবুর্গ বিমানবন্দরে ঢুকে তাণ্ডব চালিয়েছেন বলে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত আটটা নাগাদ বেপরোয়া একটি গাড়ি নিরাপত্তার বলয় ভেঙে বিমানবন্দরের ভিতরে ঢুকে আসে। সূত্রের খবর, যে অংশে বিমানগুলিকে দাঁড় করিয়ে রাখা হয়, সেই টারম্যাক এলাকায় গাড়ি নিয়ে ঢুকে পড়েন অভিযুক্ত। পরে শূন্যে দুই রাউন্ড গুলিও চালান তিনি। এমনকী, বোতলে আগুন ধরিয়ে তা টারম্যাক এলাকায় ছুড়ে মারেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা এলাকা ঘিরে ফেলে জার্মান বাহিনী।

 

জার্মানির পুলিশের তরফে জানানো হয়েছে, এক মহিলা ফোন করে ৪ বছরের সন্তানকে অপহরণের কথা জানান। কিন্তু অভিযুক্ত কেন বিমানবন্দরে ঢুকে তাণ্ডব চালালেন, তা এখনও জানা যায়নি। পুলিশের সন্দেহ, বাচ্চা কার কাছে থাকবে, সেই নিয়ে ঝগড়া থেকেই অপহরণ। অপহরণের সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবর দেন। জানা গিয়েছে শিশুটি তার মায়ের সঙ্গে স্টেজ-এ থাকে। ওই যুবক থাকেন অন্য শহরে। গত কাল তিনি মায়ের কোল থেকে শিশুটিকে প্রায় ছিনিয়ে নিয়ে পালান। তার পর ঢুকে পড়েন হামবুর্গ বিমানবন্দরে।

 

 

 

spot_img

Related articles

ভূস্বর্গে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু

ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হল। সেনাবাহিনী কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায়...

রাস পূর্ণিমায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাস পূর্ণিমা (Raas Purnima 2025) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি...

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...