রাজকীয় অভিবাদনে বিরাট কোহলিকে (Virat Kohli) ভালবাসায় জড়াল তিলোত্তমা, আপ্লুত সচিনের পাশে এক ফ্রেমে দাঁড়ানো ৪৯ সেঞ্চুরির মালিক বিরাট কোহলি। ‘বার্থডে বয়’ মাঠে নামতেই ক্রিকেটের স্বর্গোদ্যান ‘কোহলি…কোহলি…’ শব্দব্রহ্মে মুখরিত হল। মর্যাদা রাখলেন বটে কিং! ১০১ রানের দায়িত্বপূর্ণ ইনিংস খেলে ৩২৬ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে দিলেন দলকে। ঠিক যখন রোহিত – আর শুভমন ফিরলেন তখনই হাল ধরলেন ১৮ নম্বর জার্সির মালিক। আজ ৩৫-এ পা দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। কলকাতায় যখন কিং উন্মাদনা তখনই কয়েকশো কিলোমিটার দূরে পুরীর সমুদ্র সৈকতেও হাজির হলেন তারকা। জন্মদিন উপলক্ষ্যে পুরীর সমুদ্র সৈকতে বালি দিয়ে বিরাটের ভাস্কর্য তৈরি করেছেন বালি শিল্পী সুদর্শন পট্টনায়েক (Sudarsan Pattnaik)। তাতেই মুগ্ধ নেট দুনিয়া।

ভারতের রান মেশিনকে নিয়ে উদ্দীপনা কম নয়। ক্রিকেটের নন্দনকাননে আজ ‘বিরাট’ লেখা জার্সি গায়ে স্টেডিয়ামে খেলা দেখলেন অর্ধেকেরও বেশি সমর্থক। কলকাতায় ৪৯ তম সেঞ্চুরি করে ক্রিকেট ঈশ্বরের পাশে পাশে নিজের আসন পাকা করলেন কোহলি। হয়তো পরের ম্যাচেই টপকে যাবেন কিংবদন্তিকে । এবার লক্ষ্য বিশ্বকাপ জয়।
