Tuesday, January 13, 2026

৪২১ AQI: গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, দূষণের ঝুঁকিতে মুম্বইও

Date:

Share post:

কোন পরিবর্তন নেই রাজধানী দিল্লির বরং উত্তরোত্তর আরও খারাপের দিকে যাচ্ছে। গতকালই দিল্লির দূষণ নিয়ে পড়শি রাজ্যগুলিকে সতর্ক করেছিল সুপ্রিম কোর্ট। এরপর বুধবার সকাল ৭টা নাগাদ দেখা গেল বাতাসের গুণগত মান ছিল ৪২১ AQI। দিল্লির পাশাপাশি দূষণের জেরে অত্যন্ত ঝুঁকির মুখে রয়েছে মুম্বাই শহর। বায়ু দূষণের এই ভয়াবহ অবস্থার কথা মাথায় রেখে হাসপাতাল গুলিতে বিশেষ রেসপিরেটরি ICU বা শ্বাসযন্ত্রজনিত জরুরি বিভাগ খোলা হয়েছে বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, বুধবার দিল্লি ও পার্শ্ববর্তী এলাকার মধ্যে বাতাসের গুণগত মান সবচেয়ে খারাপ গ্রেটার নয়ডায়। পরিস্থিতি উদ্বেগজনক লোধি রোড, জেএলএন স্টেডিয়াম, সিরি ফোর্ট, অরবিন্দ মার্গ এবং ডিলশাদ গার্ডেন এলাকায়। এর মধ্যেই দূষণের ঝুঁকিতে মুম্বইও। সেন্ট্রাল মুম্বইয়ের পারেলে অবস্থিত গ্লোবাল হসপিটাল বিশেষ রেসপিরেটরি ICU খুলল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ছয় মাসে শ্বাসযন্ত্রজনিত সমস্যার রোগী বাড়ছে বাণিজ্য নগরীতে। দূষণের কারণে ভবিষ্যতে তা আরও বাড়বে বলেই মনে করছেন চিকিৎসকরা। এদিকে দূষণ রুখতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে দিল্লির সরকার। যেগুলি হল, ১. ফিরছে জোড়-বিজোড় নম্বর-প্লেটের গাড়ির বিধি। ২. রাজধানীতে ঢোকা মানা ভিন রাজ্যের ডিজেল চালিত গাড়ির। ৩. সমস্ত ধরনের নির্মাণকাজে অনির্দিষ্টলের নিষেধাজ্ঞা। ৪. BS3 পেট্রল এবং BS4 ডিজেল গাড়িতেও নিষেধ। ৫. সব রকমের আতসবাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা। ৬. বেসরকারি সংস্থায় ৫০ শতাংশ কর্মী কাজ করবে ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিতে। এবং ৭. দূষণের জেরে ১০ নভেম্বর অবধি বন্ধ সব স্কুল।

তবে শুধু দিল্লি নয়, উদ্বেগ জনক ভাবে বায়ুদূষণ বেড়েছে মুম্বইতেও। বুধবার সকালে মুম্বাইয়ের AQI ছিল ১৬৫। উল্লেখ্য, গত রবিবার বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দিল্লি যেমন শীর্ষে ছিল, মুম্বই ছিল ষষ্ঠ স্থানে। পরিবেশবিদ এবং চিকিৎসকরা জানাচ্ছেন, মুম্বইয়ের অবস্থাও দিল্লির মতো হতে পারত। সমুদ্র বাঁচিয়ে দিচ্ছি মারাঠা শহরকে। হওয়ার দাপটের কারণেই নিয়ন্ত্রণে রয়েছে সেখানকার দূষণ পরিস্থিতি।

 

spot_img

Related articles

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির...

T20 WC: ভারতের নিরাপত্তা নিয়ে ভিত্তিহীন প্রচার, বাংলাদেশের দাবি খারিজ করল আইসিসি

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) যত এগিয়ে আসছে ততই  বিতর্ক বাড়ছে  বাংলাদেশকে (Bangladesh) নিয়ে। সোমবার সারা দিন সরগরম...

নৃতাল ছন্দ ডান্স সেন্টার: বেলঘরিয়ায় উৎসব! নৃত্যের ছন্দে তিন দশকের পথচলা

জীবনের প্রতিটি বাঁকে যেমন ছন্দ লুকিয়ে থাকে, তেমনই নাচ-গান-কবিতা-নাটকের পথে সেই ছন্দকে আঁকড়ে ধরে তিন দশক পার করল...

কবে আবার Gym look পোস্ট? দিন জানালেন অভিষেক

ছিপছিপে চেহারা। অসম্ভব ফিটনেস। একটানা গাড়ির উপর দাঁড়িয়ে করতে পারেন র‍্যালি। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সব অর্থেই...