Saturday, November 15, 2025

‘বিরাট’ প্রশংসায় ভিভিয়ান রিচার্ডস, একহাত নিলেন কোহলির সমালোচকদের

Date:

Share post:

চলতি বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছে ভারতীয় দল। সঙ্গে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও। প্রথমে ব্যাট করে হোক কি রান তাড়া করে হোক, দু’রকম ভাবেই বিপক্ষ দলকে হাবুডুবু খাইয়েছে টিম ইন্ডিয়া। আর এই সফরে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিরাট। এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান এসেছে বিরাটের ব্যাট থেকেই। আর এরপরই বিরাটের সমালোচকদের একহাত নিলেন প্রাক্তন কিংবদন্তি ক্যারিবিয়ান তারকা ভিভিয়ান রিচার্ডস। তিনি বিরাটে প্রশংসা করে জিজ্ঞেস করেন, যারা বিরাট কোহলির নিন্দে করেছিলেন এখন তারা কোথায়?

নিজের কলামে এই নিয়ে ভিভিয়ান রিচার্ডস লিখেছেন, “দেখুন এই বিশ্বকাপে আমরা অজস্র প্রতিভাবান ক্রিকেটার দেখেছি। কিন্তু এবার যদি সেরা ক্রিকেটারকে বেছে নেওয়ার প্রশ্ন আসে, তাহলে আমার উত্তর হবে বিরাট কোহলি। সত্যি বলতে ওকে ছাড়া তো আর কারোর নাম আমার মাথায় আসছে না। আমি চিরকালই বিরাটের বড় ভক্ত ছিলাম, এখনও আছি। বিশেষ করে এই বিশ্বকাপেও দেখিয়ে দিয়েছে, কেন ওকে সচিন তেন্ডুলকরের মতো ক্রিকেটারদের সঙ্গে তুলনা করা হয়। ” এরপরই তিনি লেখেন,” ওর মধ্যে যা আত্মবিশ্বাস রয়েছে, তা আমি খুব কম খেলোয়াড়ের মধ্যেই দেখেছি। ওর সঙ্গে আমি একবার কথা বলেছিলাম আর তখনই বুঝতে পেরেছিলাম ও কি। ওর মানসিক শক্তি চরম এবং সেই কারণেই আজ ও এই জায়গায়। এর আগে আমাদের দু’জনের মধ্যে তুলনা করা হয়েছে। এর মূল কারণটা হল আমাদের দুজনেরই মাঠে নিজেদের আবেগ প্রকাশ করাটা একইরকম। ও যে প্রান্তেই ফিল্ডিং করুক না কেন, ব্যাটারের প্যাডে বল লাগলেই, ও ছুটে আসে আবেদন করতে। প্রতিমুহূর্তে ময়দানে নিজের উপস্থিতিটা ও বুঝিয়ে দেয়।”

এরপরই বিশ্বকাপের আগে বিরাটের খারাপ ফর্ম নিয়েও মুখ খুলেছে ক্যারিবিয়ান কিংবদন্তি। সেখানে ভিভ লিখেছেন, “বিশ্বকাপের আগে খারাপ ফর্ম দিয়ে যাচ্ছিল বিরাট। এটা হতেই পারে। সব ক্রিকেটারদের সঙ্গেই হয়েছে। সেই সময় কিছু লোক তো ওকে সরানোর দাবিও তুলেছিল। যারা ওকে সরাতে চেয়েছিল তারা এখন কোথায়? তবে ওই সময় যারা বিরাটের পাশে দাঁড়িয়েছিল, তাদের আমি ধন্যবাদ জানাতে চাই। কত কিছু বলা হয়েছিল বিরাটের ফর্ম সম্বন্ধে। কিন্তু সব বাধা পার করে ও আবার ফিরে এসেছে নিজের আসল রূপে। ও সবাইকে বুঝিয়ে দিয়েছে, ও এই ফর্ম‍্যাটে সেরা ক্রিকেটার।”

আরও পড়ুন:ইস্টবেঙ্গল ক্লাবে শোকের ছায়া, প্রয়াত ক্লাবের কর্মী নওয়াজ ধামালা বাহদুর

spot_img

Related articles

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...