Saturday, November 8, 2025

BGBS-এ বিরাট চমক: বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মলেনের (BGBS) মঞ্চে থেকে বিরাট চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee)। মঙ্গলবার, BGBS-এর প্রথমদিন বলতে উঠে একেবারে শেষপাতে মিষ্টিমুখের মতোই মমতা ঘোষণা করেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguli)। বাংলার দিদির ঘোষণায় মঞ্চে বসে তখন সলাজ হাসি বাংলার দাদার (Sourav Ganguli)।

বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বারাবরই সুসম্পর্ক প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়কের। সৌরভের অসুস্থতার খবর পেয়ে দেখতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে মহারাজের রাজনৈতিক অবস্থান নিয়ে অনেক চর্চা হয়। তবে, শেষ পর্যন্ত প্রত্যক্ষ রাজনীতির থেকে নিজের দূরত্ব বজায় রাখেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। তবে, গত সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রীর স্পেন সফরের সময়ে স্ত্রী-কন্যা-সহ মাদ্রিদ গিয়েছিলেন সৌরভ। সেখানে শিল্পপতিদের সামনে বাংলায় শিল্পবান্ধব পরিবেশের উল্লেখ করে বিনিয়োগের আহ্বান জানান বাংলার মহারাজ। বিদেশের মাটিতে দাঁড়িয়েই ঘোষণা করেছিলেন, মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ে তুলতে বিনিয়োগ করবেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন সৌরভ।

এদিন বাংলার শিল্প সম্ভাবনা ও পরিস্থিতির কথা জানানোর পরে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি এখন একটা ঘোষণা করতে চাই।’’ সবাই অতি আগ্রহে তাকান। এরপরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম বাংলার ব্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মহারাজকে ডেকে নেন মমতা। বলেন, ‘‘আমি না শুনতে চাই না। সব কিছুকে পজিটিভ দৃষ্টিভঙ্গী থেকে দেখতে হবে।’’ মঞ্চেই সৌরভের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। হাততালিতে ফেটে পড়ে বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টার।


spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...