রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কারণে বাংলায় শিক্ষা ক্ষেত্রে বিপুল অগ্রগতি হয়েছে। এবার স্কুল শিক্ষায় বিপুল বিনিয়োগ আসছে। বুধবার, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বাংলার স্কুল শিক্ষায় বিপুল বিনিয়োগের কথা জানালেন অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া (Harshbardhan Neotia)।

BGBS-এ ৪টি গুরুত্বপূর্ণ মউ-সহ মোট ১৩টি মউ স্বাক্ষর হয়েছে। স্কুল এডুকেশনে ১৬৭৬ কোটি বিনিয়োগের কথা ঘোষণা করেন হর্ষ নেওটিয়া। উচ্চ শিক্ষা ক্ষেত্রে ৩০৬০ কোটি বিনিয়োগের ঘোষণা করেন। আরও ১৮৫০ কোটি টাকা বিনিয়োগ করার প্রতিশ্রুতি দেন অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান। রাজ্যে ৩৮টি আইটিআই হবে। প্রত্যেক আইটিআই-এ খরচ হবে ১৭ কোটি টাকা।
এছাড়া ১৪০টি ফার্মেসি করার কথা তিনি বলেন। প্রতিটিতে বরাদ্দ ৭ কোটি টাকা। বাংলা বিনিয়োগের জন্য আদর্শ। তাই হর্ষ নেওটিয়া (Harshbardhan Neotia) বাংলাকে বিনিয়োগের জন্য বেছেছেন বলে জানান।
